ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

সোশ্যাল ব্যাংকের তিন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

  • আপডেট সময় : ০৬:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

অর্থনৈতিক ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এএএম হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব সম্পদ বিভাগের প্রধান মো. শাহরিয়ার খান, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান এবং ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। এতে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণ, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো টাঙ্গাইলের এলাসিন বাজার, কক্সবাজারের থিমছড়ি বাজার এবং কিশোরগঞ্জের গোবিন্দপুর চৌরাস্তায় অবস্থিত।

প্রধান অতিথির বক্তব্যে মো. নাজমুস সায়াদাত বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আমাদের ব্যাংকের সেবা শাখা উপশাখার পাশাপাশি ৩৭৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে দেশের আনাচে কানাচে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আশা করি আজ যেসকল এলাকায় এজেন্ট আউটলেট উদ্বোধন করা হলো সেসকল এলাকার সকল শ্রেণিপেশার মানুষ আমাদের ব্যাংকের সেবা গ্রহণ করবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোশ্যাল ব্যাংকের তিন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

আপডেট সময় : ০৬:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

অর্থনৈতিক ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এএএম হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব সম্পদ বিভাগের প্রধান মো. শাহরিয়ার খান, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান এবং ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। এতে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণ, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো টাঙ্গাইলের এলাসিন বাজার, কক্সবাজারের থিমছড়ি বাজার এবং কিশোরগঞ্জের গোবিন্দপুর চৌরাস্তায় অবস্থিত।

প্রধান অতিথির বক্তব্যে মো. নাজমুস সায়াদাত বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আমাদের ব্যাংকের সেবা শাখা উপশাখার পাশাপাশি ৩৭৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে দেশের আনাচে কানাচে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আশা করি আজ যেসকল এলাকায় এজেন্ট আউটলেট উদ্বোধন করা হলো সেসকল এলাকার সকল শ্রেণিপেশার মানুষ আমাদের ব্যাংকের সেবা গ্রহণ করবেন।