ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৮

  • আপডেট সময় : ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। গত বুধবার দেশটির রাজধানী মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সরকারি নিরাপত্তা বাহিনীর গাড়িবহরকে লক্ষ্য করে ওই হামলা করা হয়। গত বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য নির্ধারিত রাস্তার পাশে একটি নিরাপত্তা চৌকির কাছে এই বিস্ফোরণটি ঘটে। মোহাম্মদ ওসমান নামে মোগাদিসুর এক বাসিন্দা জানান, বিস্ফোরণের আঘাতে পার্শ্ববর্তী একটি মসজিদের দেয়াল ও ছাদ ক্ষতিগ্রস্ত হয়। রয়টার্সকে তিনি জানান, ‘মসজিদ থেকে বাইরে বেরিয়ে আমি বেশ কয়েকটি বাড়ি-ঘর বিধ্বস্ত অবস্থায় দেখি। এছাড়াও বিস্ফোরণে নিহতদের মৃতদেহের ছিন্নভিন্ন অংশ রাস্তায় পড়ে থাকতে দেখি।’ এদিকে প্রাণঘাতী এই হামলার পেছনে কারা জড়িত সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। তবে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। এছাড়া এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।
সোমালিয়ার পুলিশের মুখপাত্র আবদিফাতাহ হাসান আলী জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী গাড়ি বোমা বিস্ফোরণের মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছেন। অন্যদিকে রাজধানী মোগাদিসুর ডেপুটি মেয়র আলী ইয়ারে আলী জানিয়েছেন, তিনি বুধবারের এই হামলার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। যদিও এর বেশি বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৮

আপডেট সময় : ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। গত বুধবার দেশটির রাজধানী মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সরকারি নিরাপত্তা বাহিনীর গাড়িবহরকে লক্ষ্য করে ওই হামলা করা হয়। গত বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য নির্ধারিত রাস্তার পাশে একটি নিরাপত্তা চৌকির কাছে এই বিস্ফোরণটি ঘটে। মোহাম্মদ ওসমান নামে মোগাদিসুর এক বাসিন্দা জানান, বিস্ফোরণের আঘাতে পার্শ্ববর্তী একটি মসজিদের দেয়াল ও ছাদ ক্ষতিগ্রস্ত হয়। রয়টার্সকে তিনি জানান, ‘মসজিদ থেকে বাইরে বেরিয়ে আমি বেশ কয়েকটি বাড়ি-ঘর বিধ্বস্ত অবস্থায় দেখি। এছাড়াও বিস্ফোরণে নিহতদের মৃতদেহের ছিন্নভিন্ন অংশ রাস্তায় পড়ে থাকতে দেখি।’ এদিকে প্রাণঘাতী এই হামলার পেছনে কারা জড়িত সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। তবে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। এছাড়া এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।
সোমালিয়ার পুলিশের মুখপাত্র আবদিফাতাহ হাসান আলী জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী গাড়ি বোমা বিস্ফোরণের মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছেন। অন্যদিকে রাজধানী মোগাদিসুর ডেপুটি মেয়র আলী ইয়ারে আলী জানিয়েছেন, তিনি বুধবারের এই হামলার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। যদিও এর বেশি বিস্তারিত আর কিছু জানাননি তিনি।