ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ১৩

  • আপডেট সময় : ০৮:৫৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার বেলেদোয়েইন শহরে স্থানীয় কর্মকর্তা ও রাজনীতিকে ঠাসা একটি রেস্তোঁরায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
জঙ্গিগোষ্ঠী আল শাবাব শনিবারের এ বোমা হামলার দায় স্বীকার করে নিয়েছে বলে জঙ্গি তৎপরতায় নজর রাখা সাইট ইন্টিলিজেন্সের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কট্টরপন্থি ইসলামী গোষ্ঠী আল শাবাব সোমালিয়ায় সরকারি স্থাপনা ও বেসামরিকদের ওপর নিয়মিতই হামলা চালিয়ে আসছে; গত দুই সপ্তাহে গোষ্ঠীটি আরও দুটি সন্ত্রাসী হামলা চালিয়েছিল।
শনিবারের আত্মঘাতী হামলায় ১৩ জন নিহতের পাশাপাশি ১৮ জন আহত হয়েছে বলে টুইটারে জানিয়েছে সোমালি ন্যাশনাল টেলিভিশন।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বেলেদোয়েইনে স্থানীয় সময় সকালের দিকে ওই হামলার পর তিনি আহতদের সরিয়ে নেওয়ার কাজে অংশ নিয়েছিলেন।
“আমিই ৭টি মৃতদেহ গুনেছি, এর মধ্যে সৈন্য যেমন আছে, বেসামরিকও আছে। দশজনের বেশি আহত দেখেছি,” স্থানীয় এক বয়জ্যেষ্ঠ আদেন ফারাহ রয়টার্সকে এমনটাই বলেছেন।
সোমালিয়ার পুলিশ ও সরকারি কর্মকর্তারা রেস্তোরাঁয় আত্মঘাতী হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা জানায়নি।
নিহতদের মধ্যে চলমান পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়া এক প্রার্থীও আছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আফ্রিকার দেশটিতে গত বছরের ১ নভেম্বর থেকে পার্লামেন্ট নির্বাচন শুরু হয়; ২৪ ডিসেম্বর নির্বাচন শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে তা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে যায়।
সোমালিয়ার নির্বাচন পদ্ধতি অনুযায়ী, বিভিন্ন গোষ্ঠীর নেতারাসহ প্রতিনিধিরাই মূলত নি¤œকক্ষের সদস্য বেছে নেন। ওই নি¤œকক্ষের সদস্যরা পরে প্রেসিডেন্ট নির্বাচন করেন। তবে এবারের প্রেসিডেন্ট নির্বাচন কবে হবে, তা এখনও ঠিক হয়নি।
পর্যবেক্ষকদের আশঙ্কা, এমনিতেই বছরখানেক দেরিতে শুরু হওয়া এবারের পার্লামেন্ট নির্বাচন, আল শাবাবের সাম্প্রতিক হামলাগুলোর কারণে আরও সমস্যার মুখে পড়তে পারে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা সংশ্লিষ্ট আল শাবাবের লক্ষ্য হচ্ছে সোমালিয়ার এখনকার শাসনব্যবস্থা উচ্ছেদ করে কট্টর শরিয়া আইন চালু করা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা আসছে পুলিশের জন্য

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ১৩

আপডেট সময় : ০৮:৫৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার বেলেদোয়েইন শহরে স্থানীয় কর্মকর্তা ও রাজনীতিকে ঠাসা একটি রেস্তোঁরায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
জঙ্গিগোষ্ঠী আল শাবাব শনিবারের এ বোমা হামলার দায় স্বীকার করে নিয়েছে বলে জঙ্গি তৎপরতায় নজর রাখা সাইট ইন্টিলিজেন্সের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কট্টরপন্থি ইসলামী গোষ্ঠী আল শাবাব সোমালিয়ায় সরকারি স্থাপনা ও বেসামরিকদের ওপর নিয়মিতই হামলা চালিয়ে আসছে; গত দুই সপ্তাহে গোষ্ঠীটি আরও দুটি সন্ত্রাসী হামলা চালিয়েছিল।
শনিবারের আত্মঘাতী হামলায় ১৩ জন নিহতের পাশাপাশি ১৮ জন আহত হয়েছে বলে টুইটারে জানিয়েছে সোমালি ন্যাশনাল টেলিভিশন।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বেলেদোয়েইনে স্থানীয় সময় সকালের দিকে ওই হামলার পর তিনি আহতদের সরিয়ে নেওয়ার কাজে অংশ নিয়েছিলেন।
“আমিই ৭টি মৃতদেহ গুনেছি, এর মধ্যে সৈন্য যেমন আছে, বেসামরিকও আছে। দশজনের বেশি আহত দেখেছি,” স্থানীয় এক বয়জ্যেষ্ঠ আদেন ফারাহ রয়টার্সকে এমনটাই বলেছেন।
সোমালিয়ার পুলিশ ও সরকারি কর্মকর্তারা রেস্তোরাঁয় আত্মঘাতী হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা জানায়নি।
নিহতদের মধ্যে চলমান পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়া এক প্রার্থীও আছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আফ্রিকার দেশটিতে গত বছরের ১ নভেম্বর থেকে পার্লামেন্ট নির্বাচন শুরু হয়; ২৪ ডিসেম্বর নির্বাচন শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে তা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে যায়।
সোমালিয়ার নির্বাচন পদ্ধতি অনুযায়ী, বিভিন্ন গোষ্ঠীর নেতারাসহ প্রতিনিধিরাই মূলত নি¤œকক্ষের সদস্য বেছে নেন। ওই নি¤œকক্ষের সদস্যরা পরে প্রেসিডেন্ট নির্বাচন করেন। তবে এবারের প্রেসিডেন্ট নির্বাচন কবে হবে, তা এখনও ঠিক হয়নি।
পর্যবেক্ষকদের আশঙ্কা, এমনিতেই বছরখানেক দেরিতে শুরু হওয়া এবারের পার্লামেন্ট নির্বাচন, আল শাবাবের সাম্প্রতিক হামলাগুলোর কারণে আরও সমস্যার মুখে পড়তে পারে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা সংশ্লিষ্ট আল শাবাবের লক্ষ্য হচ্ছে সোমালিয়ার এখনকার শাসনব্যবস্থা উচ্ছেদ করে কট্টর শরিয়া আইন চালু করা।