ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

সোমালিয়ার হোটেলে ৩০ ঘণ্টার অভিযান, ১০৬ জিম্মি উদ্ধার

  • আপডেট সময় : ০১:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

বিবিসি / রয়টার্স : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলের নিয়ন্ত্রণ নেওয়া জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে ১০৬ জিম্মিকে উদ্ধার করেছে। জঙ্গিরা গত শুক্রবার রাতে গুলি ও দুটি গাড়িবোমা হামলা চালিয়ে মোগাদিসুর হায়াত হোটেলে ঢোকে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর দীর্ঘ ওই অভিযানে অন্তত ২১ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছে। জঙ্গিদের কাছ থেকে হোটেলটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার অভিযান এখন শেষ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আল কায়দার অনুসারী জঙ্গি গোষ্ঠী আল-শাবাব হোটেলে হামলার দায় স্বীকার করেছে। পুলিশ কমান্ডার আবদি হাসান মোহাম্মদ হিজরা সাংবাদিকদেরকে নারী ও শিশুসহ ১০৬ জন জিম্মি উদ্ধার পাওয়ার খবর জানান। বিবিসি জানায়, গত শুক্রবার রাত এবং শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গি তুমুল লড়াইয়ের কারণে হোটেলটির অধিকাংশই ধ্বংস হয়ে গেছে। কয়েকটি ভিডিও ফুটেজে বিস্ফোরণ এবং ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। গত মে মাসে সোমালিয়ায় নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ নির্বাচিত হওয়ার পর রাজধানী মোগাদিসুতে শুক্রবারের হামলাটি ছিল প্রথম জঙ্গি হামলা। সোমালিয়া সরকারকে উৎখাতে দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে আসছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। সোমালিয়ার দক্ষিণ এবং মধ্যাঞ্চল এই দলের নিয়ন্ত্রণে আছে। তবে সাম্প্রতিক সময়ে তারা রাজধানী মোগাদিসুতেও প্রভাব বিস্তার করেছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোমালিয়ার হোটেলে ৩০ ঘণ্টার অভিযান, ১০৬ জিম্মি উদ্ধার

আপডেট সময় : ০১:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

বিবিসি / রয়টার্স : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলের নিয়ন্ত্রণ নেওয়া জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে ১০৬ জিম্মিকে উদ্ধার করেছে। জঙ্গিরা গত শুক্রবার রাতে গুলি ও দুটি গাড়িবোমা হামলা চালিয়ে মোগাদিসুর হায়াত হোটেলে ঢোকে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর দীর্ঘ ওই অভিযানে অন্তত ২১ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছে। জঙ্গিদের কাছ থেকে হোটেলটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার অভিযান এখন শেষ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আল কায়দার অনুসারী জঙ্গি গোষ্ঠী আল-শাবাব হোটেলে হামলার দায় স্বীকার করেছে। পুলিশ কমান্ডার আবদি হাসান মোহাম্মদ হিজরা সাংবাদিকদেরকে নারী ও শিশুসহ ১০৬ জন জিম্মি উদ্ধার পাওয়ার খবর জানান। বিবিসি জানায়, গত শুক্রবার রাত এবং শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গি তুমুল লড়াইয়ের কারণে হোটেলটির অধিকাংশই ধ্বংস হয়ে গেছে। কয়েকটি ভিডিও ফুটেজে বিস্ফোরণ এবং ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। গত মে মাসে সোমালিয়ায় নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ নির্বাচিত হওয়ার পর রাজধানী মোগাদিসুতে শুক্রবারের হামলাটি ছিল প্রথম জঙ্গি হামলা। সোমালিয়া সরকারকে উৎখাতে দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে আসছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। সোমালিয়ার দক্ষিণ এবং মধ্যাঞ্চল এই দলের নিয়ন্ত্রণে আছে। তবে সাম্প্রতিক সময়ে তারা রাজধানী মোগাদিসুতেও প্রভাব বিস্তার করেছে।