ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬

সোমবার থেকে শীত আরও বাড়বে, এ মাসে ৫টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস

  • আপডেট সময় : ০৯:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:শৈত্যপ্রবাহের প্রভাবে সোমবার (৫ জানুয়ারি) দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। রোববার (৪ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ পূর্বাভাস দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তর-পশ্চিম ভারত থেকে আগত কুয়াশার বলয় আবারও রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় প্রবেশ করেছে। এর ফলে রোববার সন্ধ্যার পর থেকে সারা দেশে কুয়াশার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি জানান, সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, রোববার দুপুর সাড়ে ৩টায় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপর ঘন কুয়াশার উপস্থিতি রয়েছে। সন্ধ্যার পর থেকে এসব বিভাগের জেলাগুলো ঘন থেকে খুবই ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে দেশের বাকি তিন বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা থাকতে পারে।

এছাড়া তিনি জানান, সোমবার সকালে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায় দুপুর ২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

অন্যদিকে খুলনা, বরিশাল, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সোমবার সকাল ১০টার আগেও সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন এই আবহাওয়া গবেষক।

ওআ/আপ্র/৪/১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সোমবার থেকে শীত আরও বাড়বে, এ মাসে ৫টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস

আপডেট সময় : ০৯:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক:শৈত্যপ্রবাহের প্রভাবে সোমবার (৫ জানুয়ারি) দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। রোববার (৪ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ পূর্বাভাস দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তর-পশ্চিম ভারত থেকে আগত কুয়াশার বলয় আবারও রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় প্রবেশ করেছে। এর ফলে রোববার সন্ধ্যার পর থেকে সারা দেশে কুয়াশার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি জানান, সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, রোববার দুপুর সাড়ে ৩টায় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপর ঘন কুয়াশার উপস্থিতি রয়েছে। সন্ধ্যার পর থেকে এসব বিভাগের জেলাগুলো ঘন থেকে খুবই ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে দেশের বাকি তিন বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা থাকতে পারে।

এছাড়া তিনি জানান, সোমবার সকালে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায় দুপুর ২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

অন্যদিকে খুলনা, বরিশাল, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সোমবার সকাল ১০টার আগেও সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন এই আবহাওয়া গবেষক।

ওআ/আপ্র/৪/১/২০২৬