ক্রীড়া ডেস্ক : সোনার পদকের অপেক্ষা তো ছিলই। অলিম্পিকের আঙিনায় বারমুডার দ্বিতীয় পদকের প্রতীক্ষাও চলছিল ৪৫ বছর ধরে। মেয়েদের ট্রায়াথলনে বাজিমাত করে সব অপেক্ষার ইতি টেনে দিলেন ফ্লোরা ডাফি। ওদাইবা মেরিন পার্কে টোকিও অলিম্পিকসের চতুর্থ দিনে মেয়েদের সাঁতার, সাইক্লিং ও দৌড় মিলিয়ে হওয়া ট্রায়াথলনে ১ ঘণ্টা ৫৫ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ডাফি। ৩৩ বছর বয়সী এই অ্যাথলেটের হাত ধরে অলিম্পিকসের ইতিহাসে নিজেদের প্রথম সোনার স্বাদ পেল বারমুডা। বারমুডার দ্বিতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকসের ইতিহাসে পদক জিতলেন ফ্লোরা। ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিকসে মেন’স হেভিওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন ক্লারেন্স হিল। গ্রেট বৃটেনের জর্জিয়া টেইলর-ব্রাউন ১ ঘণ্টা ৫৬ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে রুপা পেয়েছেন। ১ ঘণ্টা ৫৭ দশমিক ০৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী কেটি জ্যাফার্স।