বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজার নয়া দিল্লির বাড়িতে বড়সড়ো চুরি হয়েছে। ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী, দিল্লির অভিজাত এলাকায় অবস্থিত এই বাড়িতে সোনমের শ্বশুর হরিশ আহুজা, শাশুড়ি প্রিয়া আহুজা ও দাদি শাশুড়ি সরলা আহুজা থাকেন। চুরির ঘটনাটি ঘটেছে গত ফেব্রুয়ারিতে। সোনমের বিষয় হওয়ায় চুরির ঘটনাটি গোপন রাখা হয়েছিল। তবে শুক্রবার (৮ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে আসে। নগদ অর্থ ও গহনা চুরি হয়েছে, যার মূল্য প্রায় ৩ কোটি ৪০ লাখ রুপি।
সোনম ও আনন্দ আহুজা বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন। তাদের নয়া দিল্লির বাড়িতে গাড়ি চালক, কেয়ারটেকার মিলিয়ে মোট ২৫ জন কর্মচারী আছেন। তদন্তকারীরা চুরির বিষয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন। এই বিষয়ে দায়ের করা মামলায় সরলা আহুজা দাবি করেন, গত ১১ ফেব্রুয়ারি আলমারিতে গহনা ও টাকা খুঁজতে গিয়ে চুরি যাওয়ার বিষয়টি বুঝতে পারেন তিনি। প্রায় দুই বছর আগে শেষবার আলমারিতে গহনা ও টাকা দেখেছিলেন। এরপর ২৩ ফেব্রুয়ারি এ বিষয়ে মামলা দায়ের হয়। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। দোষীদের খুঁজতে গত এক বছরের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। পিংকভিলা ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুলিশের পাশাপাশি ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিজ বিভাগ তদন্তে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
সোনম কাপুরের বাড়িতে কোটি টাকার চুরি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ