ঢাকা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

সেরি আয় প্রথম নারী রেফারি

  • আপডেট সময় : ১২:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • ১৩৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ২০২২-২৩ মৌসুম থেকে রেফারিংয়ের ক্ষেত্রে নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে ইতালিয়ান ফুটবল। আসছে মৌসুমের জন্য সেরি আর ইতিহাসে প্রথম নারী রেফারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মারিয়া সোলে ফেররিয়েরি কাপুতিকে। গত বছর সেরি আর একটি ক্লাব কাইয়ারির ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন কাপুতি। ইতালিয়ান কাপে চিত্তাদেল্লার বিপক্ষে কাইয়ারির ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। গত শুক্রবার ইতালির শীর্ষ লিগের রেফারিং পুলে জায়গা পাওয়ার মধ্য দিয়ে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পেলেন ৩১ বছর বয়সী কাপুতি। ইতালির রেফারিদের পরিচালনা কমিটির সভাপতি আলফ্রেদো ত্রেন্তালাঙ্গে মনে করেন, সবার উচিত কাপুতির এই অর্জন স্বাভাবিকভাবে গ্রহণ করা। “এটি খুব সুন্দর একটি মুহূর্ত এবং তৃপ্তিরও। একই সঙ্গে এটা ভাবতে খারাপও লাগে যে একজন নারীর উপস্থিতিতে কেউ কেউ আবার অবাকও হবে।”
২০০৭ সালে রেফারি অ্যাসোসিয়েশনে যোগ দেওয়া কাপুতি শুরুতে কাজ করেন প্রাদেশিক ও আঞ্চলিক লিগে। এরপর ২০১৫ সালে তিনি সেরি ডির রেফারি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২০১৯ সালে তার ক্যারিয়ারে নতুন এক অধ্যায় রচিত হয়। উইমেন’স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দুটি ম্যাচ পরিচালনা করেন কাপুতি। ২০২০ সালে তিনি সেরি সির রেফারিংয়ে যুক্ত হন। ওই বছরই এছাড়া সেরি বির একটি ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি। উন্নতির ধারাবাহিকতায় এবার কাপুতি পা রাখলেন আরও উচ্চতায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সেরি আয় প্রথম নারী রেফারি

আপডেট সময় : ১২:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২

ক্রীড়া ডেস্ক : ২০২২-২৩ মৌসুম থেকে রেফারিংয়ের ক্ষেত্রে নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে ইতালিয়ান ফুটবল। আসছে মৌসুমের জন্য সেরি আর ইতিহাসে প্রথম নারী রেফারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মারিয়া সোলে ফেররিয়েরি কাপুতিকে। গত বছর সেরি আর একটি ক্লাব কাইয়ারির ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন কাপুতি। ইতালিয়ান কাপে চিত্তাদেল্লার বিপক্ষে কাইয়ারির ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। গত শুক্রবার ইতালির শীর্ষ লিগের রেফারিং পুলে জায়গা পাওয়ার মধ্য দিয়ে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পেলেন ৩১ বছর বয়সী কাপুতি। ইতালির রেফারিদের পরিচালনা কমিটির সভাপতি আলফ্রেদো ত্রেন্তালাঙ্গে মনে করেন, সবার উচিত কাপুতির এই অর্জন স্বাভাবিকভাবে গ্রহণ করা। “এটি খুব সুন্দর একটি মুহূর্ত এবং তৃপ্তিরও। একই সঙ্গে এটা ভাবতে খারাপও লাগে যে একজন নারীর উপস্থিতিতে কেউ কেউ আবার অবাকও হবে।”
২০০৭ সালে রেফারি অ্যাসোসিয়েশনে যোগ দেওয়া কাপুতি শুরুতে কাজ করেন প্রাদেশিক ও আঞ্চলিক লিগে। এরপর ২০১৫ সালে তিনি সেরি ডির রেফারি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২০১৯ সালে তার ক্যারিয়ারে নতুন এক অধ্যায় রচিত হয়। উইমেন’স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দুটি ম্যাচ পরিচালনা করেন কাপুতি। ২০২০ সালে তিনি সেরি সির রেফারিংয়ে যুক্ত হন। ওই বছরই এছাড়া সেরি বির একটি ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি। উন্নতির ধারাবাহিকতায় এবার কাপুতি পা রাখলেন আরও উচ্চতায়।