ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

সেরা সংবাদকর্মী হিসেবে বিশেষ সম্মান পেলেন রহিদুল

  • আপডেট সময় : ০৯:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ছবি আজকের প্রত্যাশা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর): দৈনিক প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশের পাঁচজন সেরা প্রতিনিধির তালিকায় স্থান পেয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি রহিদুল মিয়া। গত মঙ্গলবার (৪ অক্টোবর) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়।

সারা দেশের প্রতিনিধিদের মধ্যে একমাত্র উপজেলা প্রতিনিধি হিসেবে এই সম্মাননা অর্জন করেন রহিদুল মিয়া, যা ছিল তার জন্য গভীর গর্ব ও আনন্দের মুহূর্ত। সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করে রহিদুল মিয়া বলেন, “এই সম্মান আমার কাছে শুধু একটি পুরস্কার নয়; এটি আমার মাটির প্রতি, এলাকার মানুষের প্রতি এবং আমার পেশার প্রতি প্রথম আলো পরিবারের ভালোবাসার প্রতিচ্ছবি।”

পাঠকদের উদ্দেশ্য রহিদুল মিয়া বলেন, “আমি কৃষক বাবার সন্তান। যে হাতে লাঙল ধরে ভোরে মাঠে যাই, সেই হাতেই দুপুরে কি-বোর্ড ধরে মানুষের কথা লিখি। আমার কাছে মাটি আর মানুষ দুটোই সমান পবিত্র। আমার সমস্ত প্রতিবেদন সেই খেটে খাওয়া মানুষগুলোকে উৎসর্গীকৃত, যাদের জীবনযুদ্ধ আমাকে প্রতিদিন নতুন করে লিখতে শেখায়।” দীর্ঘ সাংবাদিকতা জীবনে রহিদুল মিয়া এর আগে ২০০৭ ও ২০১০ সালে দু’বার ‘দেশ সেরা প্রতিনিধি’ এবং ২০০৯ সালে আরডিআরএস থেকে ‘উন্নয়ন সাংবাদিকতা’ পুরস্কার পেয়েছেন। তিনি এই সম্মাননা উৎসর্গ করেছেন সহকর্মী এবং তারাগঞ্জের মানুষের প্রতি।

রিয়াজ/সানা/ওআ/আপ্র/০৫/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সেরা সংবাদকর্মী হিসেবে বিশেষ সম্মান পেলেন রহিদুল

আপডেট সময় : ০৯:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর): দৈনিক প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশের পাঁচজন সেরা প্রতিনিধির তালিকায় স্থান পেয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি রহিদুল মিয়া। গত মঙ্গলবার (৪ অক্টোবর) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়।

সারা দেশের প্রতিনিধিদের মধ্যে একমাত্র উপজেলা প্রতিনিধি হিসেবে এই সম্মাননা অর্জন করেন রহিদুল মিয়া, যা ছিল তার জন্য গভীর গর্ব ও আনন্দের মুহূর্ত। সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করে রহিদুল মিয়া বলেন, “এই সম্মান আমার কাছে শুধু একটি পুরস্কার নয়; এটি আমার মাটির প্রতি, এলাকার মানুষের প্রতি এবং আমার পেশার প্রতি প্রথম আলো পরিবারের ভালোবাসার প্রতিচ্ছবি।”

পাঠকদের উদ্দেশ্য রহিদুল মিয়া বলেন, “আমি কৃষক বাবার সন্তান। যে হাতে লাঙল ধরে ভোরে মাঠে যাই, সেই হাতেই দুপুরে কি-বোর্ড ধরে মানুষের কথা লিখি। আমার কাছে মাটি আর মানুষ দুটোই সমান পবিত্র। আমার সমস্ত প্রতিবেদন সেই খেটে খাওয়া মানুষগুলোকে উৎসর্গীকৃত, যাদের জীবনযুদ্ধ আমাকে প্রতিদিন নতুন করে লিখতে শেখায়।” দীর্ঘ সাংবাদিকতা জীবনে রহিদুল মিয়া এর আগে ২০০৭ ও ২০১০ সালে দু’বার ‘দেশ সেরা প্রতিনিধি’ এবং ২০০৯ সালে আরডিআরএস থেকে ‘উন্নয়ন সাংবাদিকতা’ পুরস্কার পেয়েছেন। তিনি এই সম্মাননা উৎসর্গ করেছেন সহকর্মী এবং তারাগঞ্জের মানুষের প্রতি।

রিয়াজ/সানা/ওআ/আপ্র/০৫/১১/২০২৫