ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

সেরা চারে লিভারপুল-চেলসি

  • আপডেট সময় : ১১:০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর হঠাৎ ছন্দ হারিয়ে ফেলে লিভারপুল। কিন্তু মৌসুমের শেষদিকে আবারো দুর্দান্ত জার্গেন ক্লাপের শিষ্যরা। লিগের নিজেদের শেষ ম্যাচে ক্রিস্টল প্যালেসকে ২-০ গোলে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে লিভারপুল। এদিকে অ্যাস্টন ভিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেও পয়েন্ট টেবিলের শীর্ষ চারেই রয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে অনেক আগেই প্রথম এবং দ্বিতীয়স্থান নিশ্চিত করে রেখেছে দুই নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। সেরা চারে জায়গা করে নিতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লিভারপুল-চেলসিকে। তাদের প্রতিদ্বন্দ্বী ছিল লিস্টার সিটি। কিন্তু জেমি ভার্দির দল এদিন টটেনহ্যামের বিপক্ষে ৪-২ গোলে হারলে বেগ পেতে হয়নি তাদের। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের ৩৬ মিনিটে প্রথম গোল করেন সাদিও মানে। ১-০ ব্যবধানে বিরতিতে যাওয়ার ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় তথা ৭৪ মিনিটে দ্বিতীয় গোল করেন মানে। এই জয়ের সঙ্গে ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করলো লিভারপুল। সে সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার টিকিটও কেটে নিলো তারা।
এদিকে অ্যাস্টন ভিলার মাঠে খেলতে গিয়েছিল চেলসি। কিন্তু ৪৩ মিনিটে বার্টান্ড ট্রাওর এবং ৫২ মিনিটে আনোয়ার এল গাজির পেনাল্টি থেকে করা গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৭০ মিনিটে বেন চিলওয়েলের গোলে ব্যবধান কমায় চেলসি। কিন্তু ম্যাচে এরপর আর কোনো গোল হয়নি। ফলে জয় পায় অ্যাস্টন ভিলা। লিগ শেষে ৩৮ ম্যাচে সিটির পয়েন্ট হলো ৮৬। ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ইউনাইটেড। লিভারপুলের ৬৯, চেলসির ৬৭ পয়েন্ট। তাদের চেয়ে ১ পয়েন্ট কম লেস্টারের। আর ৬১ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে আর্সেনাল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সেরা চারে লিভারপুল-চেলসি

আপডেট সময় : ১১:০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর হঠাৎ ছন্দ হারিয়ে ফেলে লিভারপুল। কিন্তু মৌসুমের শেষদিকে আবারো দুর্দান্ত জার্গেন ক্লাপের শিষ্যরা। লিগের নিজেদের শেষ ম্যাচে ক্রিস্টল প্যালেসকে ২-০ গোলে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে লিভারপুল। এদিকে অ্যাস্টন ভিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেও পয়েন্ট টেবিলের শীর্ষ চারেই রয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে অনেক আগেই প্রথম এবং দ্বিতীয়স্থান নিশ্চিত করে রেখেছে দুই নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। সেরা চারে জায়গা করে নিতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লিভারপুল-চেলসিকে। তাদের প্রতিদ্বন্দ্বী ছিল লিস্টার সিটি। কিন্তু জেমি ভার্দির দল এদিন টটেনহ্যামের বিপক্ষে ৪-২ গোলে হারলে বেগ পেতে হয়নি তাদের। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের ৩৬ মিনিটে প্রথম গোল করেন সাদিও মানে। ১-০ ব্যবধানে বিরতিতে যাওয়ার ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় তথা ৭৪ মিনিটে দ্বিতীয় গোল করেন মানে। এই জয়ের সঙ্গে ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করলো লিভারপুল। সে সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার টিকিটও কেটে নিলো তারা।
এদিকে অ্যাস্টন ভিলার মাঠে খেলতে গিয়েছিল চেলসি। কিন্তু ৪৩ মিনিটে বার্টান্ড ট্রাওর এবং ৫২ মিনিটে আনোয়ার এল গাজির পেনাল্টি থেকে করা গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৭০ মিনিটে বেন চিলওয়েলের গোলে ব্যবধান কমায় চেলসি। কিন্তু ম্যাচে এরপর আর কোনো গোল হয়নি। ফলে জয় পায় অ্যাস্টন ভিলা। লিগ শেষে ৩৮ ম্যাচে সিটির পয়েন্ট হলো ৮৬। ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ইউনাইটেড। লিভারপুলের ৬৯, চেলসির ৬৭ পয়েন্ট। তাদের চেয়ে ১ পয়েন্ট কম লেস্টারের। আর ৬১ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে আর্সেনাল।