অর্থ-বাণিজ্য ডেস্ক : শরিয়াহ ভিত্তিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও অভাবনীয় সাফল্যের জন্য ‘বেস্ট ইনোভেশন ইন ফাইন্যান্সিয়াল ইন্সস্টিটিউশনন্স অ্যাওয়ার্ড’ পেয়েছে নগদ ইসলামিক। বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডের পঞ্চম আয়োজন ২০২৩ এর এই পুরস্কার প্রদান করা হয়। জিপিএইচ ইস্পাত’র এই আয়োজনে সহযোগিতায় ছিল এটুআই এবং দ্য ডেইলি স্টার। শনিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নগদ ইসলামিকের পুরস্কার গ্রহণ করেন নগদ’র চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ আমিনুর রহমান, চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ, ডিরেক্টর অব পাবলিক অ্যাফেয়ার্স মোহাম্মদ সোলাইমান, ডিজিটাল প্ল্যানিং এবং জিটিএম বিভাগের জিএম আবু সুফিয়ান মোহাম্মদ খালেদ এবং করপোরেট কমিউনিকেশন্স এর ম্যানেজার আরিফুল আলম।