ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

সেভেন সিস্টার্সে বিশাল বিনিয়োগের ঘোষণা আম্বানির

  • আপডেট সময় : ০৭:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং ভারতীয় ধনকুবের রিলায়েন্স গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক মুকেশ আম্বানি -ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় ৭ রাজ্যর বিভিন্ন খাতে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। আগামী ৫ বছর ধরে নিজের মালিকানাধীন রিলায়েন্স গ্রুপ অব ইন্ডাস্ট্রির আওতায় এ বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

গত শুক্রবার (২৩ মে) রাজধানী নয়াদিল্লিতে সেভেন সিস্টারর্স অঞ্চলে ভারতীয় বিনিয়োগকারীদের ফোরাম রাইজিং নর্থইস্ট ইনভেস্টর সামিটের সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি। নিজ বক্তব্যে তিনি বলেন, গত চার দশকে উত্তরপূর্ব ভারতের ৭টি রাজ্যের বিভিন্ন খাতে মোট ৩০ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে রিলায়েন্স গ্রুপ। এই বিনিয়োগ আরা বাড়ানো হবে। আগামী ৫ বছরে রিলায়েন্স গ্রুপ আরও ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে উত্তরপূর্ব ভারতে। আমরা এই অঞ্চলকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আম্বানি জানান, বিভিন্ন খাতে বিনিয়োগ করার পরিকল্পনা থাকলেও সেভেন সিস্টার্স অঞ্চলে আপাতত বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দেবে রিলায়েন্স গ্রুপ। আমরা ওই অঞ্চলে সৌর বিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিকে অগ্রাধিকার দেবো। পুরো অঞ্চল জুড়ে শত শত কারখানা প্রতিষ্ঠা করা হবে। এসব কারখানার জন্য জমির প্রয়োজন হবে এবং জমি ক্রয় সংক্রান্ত একটি পরিকল্পনা ইতোমধ্যে রিলায়েন্স গ্রুপ শুরু করেছে। বর্তমানে উত্তরপূর্বাঞ্চল পতিত ভূখণ্ড হিসেবে আছে, শিগগিরই এটি সম্পদশালী ভূখণ্ডে পরিণত হবে।

প্রসঙ্গত, ভারতের উত্তরপূর্বাঞ্চলের ৭ রাজ্য আসাম, ত্রিপুরা, হিমাচল, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচলকে সমন্বিতভাবে উল্লেখ করা হয় ‘সেভেন সিস্টার্স’ নামে। ভারতের অন্যান্য রাজ্য ও অঞ্চলগুলোর তুলনায় এই সেভেন সিস্টার্স আর্থিক, অবকাঠামোগত এবং শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে। জনজাতি অধ্যুষিত এ রাজ্যগুলো ভৌগলিক দিক থেকেও ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভের পর থেকে দীর্ঘ পাঁচ-ছয় দশক এই রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন-সংগ্রাম চলেছে সেভেন সিস্টারর্স অঞ্চলে। তবে ২ হাজার সালের পর থেকে সেখানকার পরিস্থিতি অনেকটা শান্ত। বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস কয়েক মাস আগে সেভেন সিস্টার্স এবং বাংলাদেশের সমন্বয়ে একটি বাণিজ্যিক হাব বা কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে চীনের সঙ্গে আলাপ করেছিলেন। তবে তার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে। সূত্র: ফার্স্ট পোস্ট

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

সেভেন সিস্টার্সে বিশাল বিনিয়োগের ঘোষণা আম্বানির

আপডেট সময় : ০৭:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় ৭ রাজ্যর বিভিন্ন খাতে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। আগামী ৫ বছর ধরে নিজের মালিকানাধীন রিলায়েন্স গ্রুপ অব ইন্ডাস্ট্রির আওতায় এ বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

গত শুক্রবার (২৩ মে) রাজধানী নয়াদিল্লিতে সেভেন সিস্টারর্স অঞ্চলে ভারতীয় বিনিয়োগকারীদের ফোরাম রাইজিং নর্থইস্ট ইনভেস্টর সামিটের সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি। নিজ বক্তব্যে তিনি বলেন, গত চার দশকে উত্তরপূর্ব ভারতের ৭টি রাজ্যের বিভিন্ন খাতে মোট ৩০ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে রিলায়েন্স গ্রুপ। এই বিনিয়োগ আরা বাড়ানো হবে। আগামী ৫ বছরে রিলায়েন্স গ্রুপ আরও ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে উত্তরপূর্ব ভারতে। আমরা এই অঞ্চলকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আম্বানি জানান, বিভিন্ন খাতে বিনিয়োগ করার পরিকল্পনা থাকলেও সেভেন সিস্টার্স অঞ্চলে আপাতত বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দেবে রিলায়েন্স গ্রুপ। আমরা ওই অঞ্চলে সৌর বিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিকে অগ্রাধিকার দেবো। পুরো অঞ্চল জুড়ে শত শত কারখানা প্রতিষ্ঠা করা হবে। এসব কারখানার জন্য জমির প্রয়োজন হবে এবং জমি ক্রয় সংক্রান্ত একটি পরিকল্পনা ইতোমধ্যে রিলায়েন্স গ্রুপ শুরু করেছে। বর্তমানে উত্তরপূর্বাঞ্চল পতিত ভূখণ্ড হিসেবে আছে, শিগগিরই এটি সম্পদশালী ভূখণ্ডে পরিণত হবে।

প্রসঙ্গত, ভারতের উত্তরপূর্বাঞ্চলের ৭ রাজ্য আসাম, ত্রিপুরা, হিমাচল, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচলকে সমন্বিতভাবে উল্লেখ করা হয় ‘সেভেন সিস্টার্স’ নামে। ভারতের অন্যান্য রাজ্য ও অঞ্চলগুলোর তুলনায় এই সেভেন সিস্টার্স আর্থিক, অবকাঠামোগত এবং শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে। জনজাতি অধ্যুষিত এ রাজ্যগুলো ভৌগলিক দিক থেকেও ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভের পর থেকে দীর্ঘ পাঁচ-ছয় দশক এই রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন-সংগ্রাম চলেছে সেভেন সিস্টারর্স অঞ্চলে। তবে ২ হাজার সালের পর থেকে সেখানকার পরিস্থিতি অনেকটা শান্ত। বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস কয়েক মাস আগে সেভেন সিস্টার্স এবং বাংলাদেশের সমন্বয়ে একটি বাণিজ্যিক হাব বা কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে চীনের সঙ্গে আলাপ করেছিলেন। তবে তার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে। সূত্র: ফার্স্ট পোস্ট