অর্থনৈতিক ডেস্ক : করদাতাদের রিটার্ন দাখিলসহ প্রয়োজনীয় সেবা দিতে ১ নভেম্বর থেকে ‘করসেবা মাস’ শুরু হয়েছে। ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে সেবা দেওয়া হচ্ছে করদাতাদের। তবে সেবা মাসের দশদিন পার হলেও করদাতাদের আগ্রহ নেই তেমন। অনেকটা ঢিলেঢালা ভাবেই চলছে করসেবা মাস। যদিও কর্মকর্তারা বলছেন, মাসের মাঝামাঝি সময়ে জমে উঠবে এটি।তবে করদাতাদের সাড়া না পাওয়ার কারণ হিসেবে তারা দেখছেন সেবা প্রাপ্তির ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতাকে। চলতি অর্থবছরে ৩৮ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। এসব সেবা নিতে বাড়তি ভোগান্তি এড়াতে অর্থবছরের শুরু থেকেই করদাতারা রিটার্ন দাখিল করে আসছেন। এ কারণে আগেই রিটার্ন দিয়েছেন অনেকে, এতে এখন আর ভিড় তেমন নেই। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকায় কর অঞ্চলগুলো ঘুরে দেখা যায়, কর অঞ্চলের ‘করসেবা মাস’ উপলক্ষ্যে স্থাপিত বুথগুলোতে রিটার্ন দাখিলের তেমন ভিড় নেই। দু-একটি বুথে কেউ কেউ রিটার্ন দাখিল করছেন। অনেকেই আবার আসছেন বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে। অনেকেই আবার কনসালটেন্সি ফার্মের মাধ্যমে রিটার্ন দাখিল করাচ্ছেন। সব মিলিয়ে বুথগুলোতে করদাতাদের উপস্থিতি হাতে গোনা।এ নিয়ে কর অঞ্চল-৪ এর একজন কর্মকর্তা বলেন, অনেকেই আসছেন পরামর্শ নিতে, অনেকেই আবার রিটার্ন দাখিল করছেন। তবে রিটার্ন দাখিল করতে আসা মানুষের সংখ্যা তুলনামূলক কম। কারণ অনেকেই নতুন অর্থবছরেরর শুরু থেকেই দাখিল করে আসছেন। কারণ এবারের বাজেটে অনেক সেবা প্রাপ্তিতে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। যারা রিটার্ন দাখিল করেননি আশা করছি তারা মাসের মাঝামাঝি সময়ে আসবেন।একটি কনসালটেন্সি ফার্মের কর্মকর্তা শাখাওয়াত হোসেন। তিনি তার ক্লায়েন্টের রিটার্ন জমা দিতে এসেছেন। তিনি ক জানান, কনসালটেন্সি ফার্মের মাধ্যমে রিটার্ন জমা দেন। কোনো ধরনের ভুল এড়াতেই তারা এটা করে থাকেন। আমি কয়েকটা রিটার্ন জমা দিয়েছি। এখন ফাঁকা পরিবেশে রিটার্ন জমা দিতে পেরেছি। শফিকুল ইসলাম নামে একজন রিটার্ন জমা দিতে এসেছেন। তিনি ক বলেন, আমি ভাবছিলাম শুরুর দিনগুলোর যে কোন একদিন জমা দিতে আসব। আজ এসেছি। এখন ভিড় কম আছে।
সেবা বুথে ভিড় বাড়বে মাসের মাঝামাঝি, আশা সংশ্লিষ্টদের
ট্যাগস :
সেবা বুথে ভিড় বাড়বে মাসের মাঝামাঝি
জনপ্রিয় সংবাদ