ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেছেন, ‘যারা দেশকে ভালোবাসেন, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, সবাইকে একসঙ্গে ভালোভাবে কাজ করতে হবে। জনগণকে যেন আমরা ভালোভাবে সেবা দিতে পারি। আমাদের সেবার মান দিয়ে যেন তাদের সন্তুষ্ট করতে পারি। আশা করি আমরা তা পারবো।’
সোমবার বিকালে চমেক হাসপাতালের কনফারেন্স কক্ষে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের আগামীতে দেশের জন্য, দশের জন্য অনেক করার আছে। আমাদের সবাইকে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করা উচিত।’
ইন্টার্ণ চিকিৎসক ডা. ওবায়দুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি ডা. কে এম তানভীর।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চমেক হাসপাতালের ডেপুটি পরিচালক অংসপ্রু মারমা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, সার্জারি বিভাগের প্রধান ডা. মতিউর রহমান।
সেবার মান দিয়ে জনগণকে সন্তুষ্ট করতে হবে: চমেক পরিচালক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























