ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

সেপ্টেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট সময় : ০২:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আগামী সেপ্টেম্বর মাস থেকে দেশে আর কোনও লোডশেডিং থাকবে না বলে আশাবাদ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আমরা ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ দিয়েছি, তাহলে কেন লোডশেডিংয়ের মধ্যে থাকবো?’
গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, ‘লোডশেডিং নিয়ে বৈঠকে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।’ ‘দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে ভালো হচ্ছে’- দাবি করে মন্ত্রী বলেন, ‘অনেকে বলেছিলেন, দেশ শ্রীলঙ্কা হয়ে গেলো। ইনশাআল্লাহ শ্রীলঙ্কা হয়নি, দুই মাস হয়ে গেলো। রিজার্ভ কিছুটা নেমেছিল, এখন টেকসই অবস্থায়। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ঈদের পর অনেক রেমিট্যান্স পেয়েছি, ৩০ শতাংশ বেড়েছে। এক্সপোর্টের হাওয়া ভালো, এছাড়া রাজস্ব আদায়ও ভালো।’
ইউক্রেন-রাশিয়া পৃথিবীর চার ভাগের একভাগ খাদ্য উৎপাদন করে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘আমরা খাদে পড়বো না, বরং খাদ থেকে উঠবো। বিশ্ব মার্কেটে জ্বালানির দাম ধীরে ধীরে নামছে, আমরা দাম সমন্বয় করবো। ভয় কেটে যাবে আশা করছি। সমতল ধারায় ফিরে যাবে দেশের অর্থনীতি; এই বিশ্বাস আমাদের আছে।’ বৈঠকে অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেপ্টেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় : ০২:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক : আগামী সেপ্টেম্বর মাস থেকে দেশে আর কোনও লোডশেডিং থাকবে না বলে আশাবাদ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আমরা ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ দিয়েছি, তাহলে কেন লোডশেডিংয়ের মধ্যে থাকবো?’
গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, ‘লোডশেডিং নিয়ে বৈঠকে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।’ ‘দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে ভালো হচ্ছে’- দাবি করে মন্ত্রী বলেন, ‘অনেকে বলেছিলেন, দেশ শ্রীলঙ্কা হয়ে গেলো। ইনশাআল্লাহ শ্রীলঙ্কা হয়নি, দুই মাস হয়ে গেলো। রিজার্ভ কিছুটা নেমেছিল, এখন টেকসই অবস্থায়। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ঈদের পর অনেক রেমিট্যান্স পেয়েছি, ৩০ শতাংশ বেড়েছে। এক্সপোর্টের হাওয়া ভালো, এছাড়া রাজস্ব আদায়ও ভালো।’
ইউক্রেন-রাশিয়া পৃথিবীর চার ভাগের একভাগ খাদ্য উৎপাদন করে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘আমরা খাদে পড়বো না, বরং খাদ থেকে উঠবো। বিশ্ব মার্কেটে জ্বালানির দাম ধীরে ধীরে নামছে, আমরা দাম সমন্বয় করবো। ভয় কেটে যাবে আশা করছি। সমতল ধারায় ফিরে যাবে দেশের অর্থনীতি; এই বিশ্বাস আমাদের আছে।’ বৈঠকে অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নেন।