ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

সেপ্টেম্বরে সড়কে ৪২৬ মৃত্যু, ৪২ শতাংশই মোটরসাইকেলে

  • আপডেট সময় : ০৯:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সেপ্টেম্বর মাসে সারাদেশে ৩৯২ সড়ক দুর্ঘটনায় ৪২৬ জন নিহত ও ৮১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৬৪ মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪২ শতাংশ।
সোমবার (৭ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন বলছে, গত মাসের ৩০ দিনে দেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে; এতে ৪২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮১৩ জন। এর মধ্যে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনায় ৪১.৮৩ শতাংশ। আর নিহতদের মধ্যে বাইক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭৯ জনের, যা মোট মৃত্যুর হিসেবে ৪২ শতাংশ। দেশের নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। নিহতদের মধ্যে নারী ৬১ এবং শিশু ৫৩ জন; এছাড়া ৯৭ জন পথচারী মারা গেছেন, যা মোট নিহতের ২২ দশমিক ৭৬ শতাংশ। এ সময় ৫৪ জন যানবাহনের চালক ও সহকারীও নিহত হয়েছেন, এই হিসেব হল মোট মৃত্যুর ১১ দশমিক ৬৭ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, নিহতদের মধ্যে ২৫ জন বাসের যাত্রী, ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ২২ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ২৪ জন, তিন চাকার যান, (ইজিবাইক-সিএনজিচালিত অটোরিকশা-অটোভ্যান) ৬৩ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-আলমসাধু) ৬ জন,এবং বাইসাইকেল প্যাডেল রিকশা আরোহী ছিলেন ১০ জন। প্রায় চারশ সড়ক দুর্ঘটনার মধ্যে ১৬২টিবা ৪১ দশমিক ৩২ শতাংশ ঘটেছে জাতীয় মহাসড়কে। এছাড়া ১৪৪টি আঞ্চলিক সড়কে, ৪৭টি গ্রামীণ সড়কে, ৩৪টি শহরের সড়কে এবং ৫টি দুর্ঘটনা অন্যান্য জায়গায় হয়েছে। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৪টি দুর্ঘটনা ঘটেছে। যা ৩১ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া রাজশাহী বিভাগে ১০ দশমিক ৯৬ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১৯ দশমিক ৮৯ শতাংশ, খুলনা বিভাগে ১২ দশমিক ২৪, বরিশাল বিভাগে ৩ দশমিক ৮২ শতাংশ, সিলেট বিভাগে ৪ দশমিক ৮৪ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ১০ দশমিক ৪৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৬ দশমিক ১২ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেপ্টেম্বরে সড়কে ৪২৬ মৃত্যু, ৪২ শতাংশই মোটরসাইকেলে

আপডেট সময় : ০৯:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সেপ্টেম্বর মাসে সারাদেশে ৩৯২ সড়ক দুর্ঘটনায় ৪২৬ জন নিহত ও ৮১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৬৪ মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪২ শতাংশ।
সোমবার (৭ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন বলছে, গত মাসের ৩০ দিনে দেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে; এতে ৪২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮১৩ জন। এর মধ্যে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনায় ৪১.৮৩ শতাংশ। আর নিহতদের মধ্যে বাইক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭৯ জনের, যা মোট মৃত্যুর হিসেবে ৪২ শতাংশ। দেশের নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। নিহতদের মধ্যে নারী ৬১ এবং শিশু ৫৩ জন; এছাড়া ৯৭ জন পথচারী মারা গেছেন, যা মোট নিহতের ২২ দশমিক ৭৬ শতাংশ। এ সময় ৫৪ জন যানবাহনের চালক ও সহকারীও নিহত হয়েছেন, এই হিসেব হল মোট মৃত্যুর ১১ দশমিক ৬৭ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, নিহতদের মধ্যে ২৫ জন বাসের যাত্রী, ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ২২ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ২৪ জন, তিন চাকার যান, (ইজিবাইক-সিএনজিচালিত অটোরিকশা-অটোভ্যান) ৬৩ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-আলমসাধু) ৬ জন,এবং বাইসাইকেল প্যাডেল রিকশা আরোহী ছিলেন ১০ জন। প্রায় চারশ সড়ক দুর্ঘটনার মধ্যে ১৬২টিবা ৪১ দশমিক ৩২ শতাংশ ঘটেছে জাতীয় মহাসড়কে। এছাড়া ১৪৪টি আঞ্চলিক সড়কে, ৪৭টি গ্রামীণ সড়কে, ৩৪টি শহরের সড়কে এবং ৫টি দুর্ঘটনা অন্যান্য জায়গায় হয়েছে। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৪টি দুর্ঘটনা ঘটেছে। যা ৩১ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া রাজশাহী বিভাগে ১০ দশমিক ৯৬ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১৯ দশমিক ৮৯ শতাংশ, খুলনা বিভাগে ১২ দশমিক ২৪, বরিশাল বিভাগে ৩ দশমিক ৮২ শতাংশ, সিলেট বিভাগে ৪ দশমিক ৮৪ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ১০ দশমিক ৪৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৬ দশমিক ১২ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।