ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

সেপ্টেম্বরে বসতে পারে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের আসর

  • আপডেট সময় : ১০:১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • ১২৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা ভারতে যখন ভয়াবহ অবস্থা তখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চালু রেখেছিল বিসিসিআই। এ নিয়ে ক্রমাগত সমালোচনা হচ্ছিল। কিন্তু সৌরভ গাঙ্গুলি সেসব মাথায় না নিয়ে মাঠে খেলা চালু রেখেছিলেন।
জানানো হয়েছিল, সবচেয়ে নিরাপদ জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। কিন্তু সেই জৈব সুরক্ষা বলয় কোনো কাজে আসেনি। করোনার থাবা পড়েছে আইপিএলের দলগুলোতেও। সেজন্য গতকাল আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে আয়োজকরা।
আইপিএলের ৬০ ম্যাচের মধ্যে ২৯টি আয়োজন করা হয়েছে। বাকি আছে ৩১ ম্যাচ। কবে নাগাদ ম্যাচগুলো আয়োজন করা যাবে তা নিয়ে বিসিসিআইয়ের তরফে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এক ফ্রাঞ্জাইজি কর্মকর্তা জানিয়েছেন, সেপ্টেম্বরে স্থগিত হওয়া আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। এজন্য সবগুলো ফ্রাঞ্জাইজিকে তৈরি থাকতেও বলা হয়েছে।
ঝামেলা বিদেশী ক্রিকেটার নিয়ে। তারা কী খেলতে পারবেন ওই জানালায়। এ বিষয়ে এক সিনিয়র বোর্ড কর্তা বলেন, ‘কেন নয়? যদি বিদেশি ক্রিকেটারদের পাওয়া যায়, যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, আমরা টি-২০ বিশ্বকাপের আগের উইন্ডো আইপিএলের জন্য ব্যবহার করতেই পারি। এটা তাহলে বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্টের কাজ করতে পারবে।’
আগস্টে ইংল্যান্ড ও ভারতের সিরিজ রয়েছে। ওই সিরিজের পরপরই আইপিএলের ম্যাচগুলো আয়োজন করার ইচ্ছা আয়োজকদের। আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ পাটেলও একই ধারণা দিয়েছেন, ‘আমরা সেপ্টেম্বরের জানালা কাজে লাগাতে পারি। আমরা শুধু নিজেরাই নয়, অন্য সকল বোর্ড ও আইসিসির সঙ্গে কথা বলে চূড়ান্ত করতে পারি।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সেপ্টেম্বরে বসতে পারে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের আসর

আপডেট সময় : ১০:১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১

ক্রীড়া ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা ভারতে যখন ভয়াবহ অবস্থা তখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চালু রেখেছিল বিসিসিআই। এ নিয়ে ক্রমাগত সমালোচনা হচ্ছিল। কিন্তু সৌরভ গাঙ্গুলি সেসব মাথায় না নিয়ে মাঠে খেলা চালু রেখেছিলেন।
জানানো হয়েছিল, সবচেয়ে নিরাপদ জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। কিন্তু সেই জৈব সুরক্ষা বলয় কোনো কাজে আসেনি। করোনার থাবা পড়েছে আইপিএলের দলগুলোতেও। সেজন্য গতকাল আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে আয়োজকরা।
আইপিএলের ৬০ ম্যাচের মধ্যে ২৯টি আয়োজন করা হয়েছে। বাকি আছে ৩১ ম্যাচ। কবে নাগাদ ম্যাচগুলো আয়োজন করা যাবে তা নিয়ে বিসিসিআইয়ের তরফে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এক ফ্রাঞ্জাইজি কর্মকর্তা জানিয়েছেন, সেপ্টেম্বরে স্থগিত হওয়া আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। এজন্য সবগুলো ফ্রাঞ্জাইজিকে তৈরি থাকতেও বলা হয়েছে।
ঝামেলা বিদেশী ক্রিকেটার নিয়ে। তারা কী খেলতে পারবেন ওই জানালায়। এ বিষয়ে এক সিনিয়র বোর্ড কর্তা বলেন, ‘কেন নয়? যদি বিদেশি ক্রিকেটারদের পাওয়া যায়, যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, আমরা টি-২০ বিশ্বকাপের আগের উইন্ডো আইপিএলের জন্য ব্যবহার করতেই পারি। এটা তাহলে বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্টের কাজ করতে পারবে।’
আগস্টে ইংল্যান্ড ও ভারতের সিরিজ রয়েছে। ওই সিরিজের পরপরই আইপিএলের ম্যাচগুলো আয়োজন করার ইচ্ছা আয়োজকদের। আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ পাটেলও একই ধারণা দিয়েছেন, ‘আমরা সেপ্টেম্বরের জানালা কাজে লাগাতে পারি। আমরা শুধু নিজেরাই নয়, অন্য সকল বোর্ড ও আইসিসির সঙ্গে কথা বলে চূড়ান্ত করতে পারি।’