ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

সেপ্টেম্বরের মধ্যে ইউক্রেনে বিজয় নিশ্চিত করতে চায় রাশিয়া

  • আপডেট সময় : ০১:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সেপ্টেম্বরের মধ্যে ইউক্রেনে সম্পূর্ণ বিজয় নিশ্চিত করতে চায় রাশিয়া। একই সাথে সমঝোতার জন্য আলোচনা প্রক্রিয়ায়ও অব্যাহত রাখতে চায় মস্কো। অন্যদিকে যুদ্ধ বন্ধ করতে মস্কোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাশা করে পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের একের পর এক শহর দখল নিচ্ছে রাশিয়ান বাহিনী। সবশেষ পূর্ব দোনেৎস্ক অঞ্চলের লিমান শহরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এমন সময় বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে আগামী সেপ্টেম্বরের মধ্যে ইউক্রেনের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চায় রাশিয়া। তবে এ বিষয়ে অফিসিয়ালি কোনও তথ্য জানায়নি মস্কো। দুই দেশের যুদ্ধের জন্য বিশ্ব খাদ্য পরিস্থিতিতে প্রভাব পড়ায় সঙ্কট মোকাবেলায় আলোচনায় এগিয়ে আসছেন অনেক দেশই। সবশেষ খাদ্য পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে টেলিফোনে আলোচনা করেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। এ সময় পুতিন অভিযোগ করেন, আলোচনা প্রক্রিয়ায় এগোতে চায় রাশিয়া। কিন্তু ইউক্রেন এ আলোচনা প্রক্রিয়া নস্যাৎ করছে। ইউক্রেনে রুশ হামলার পর মস্কোর বিরুদ্ধে একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। বেড়েছে বেড়েছে গমসহ বিভিন্ন শস্য ও খাবারের দাম। এ পরিস্থিতিতে পরবর্তী মৌসুমে শস্য উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে রাশিয়া। বাড়তি উৎপাদিত শস্য বিশ্ববাজারে রপ্তানি করে বিশ্বজুড়ে চলমান খাবারে সংকট কমানোর ঘোষণা দিয়েছে দেশটির কৃষিমন্ত্রী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সেপ্টেম্বরের মধ্যে ইউক্রেনে বিজয় নিশ্চিত করতে চায় রাশিয়া

আপডেট সময় : ০১:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সেপ্টেম্বরের মধ্যে ইউক্রেনে সম্পূর্ণ বিজয় নিশ্চিত করতে চায় রাশিয়া। একই সাথে সমঝোতার জন্য আলোচনা প্রক্রিয়ায়ও অব্যাহত রাখতে চায় মস্কো। অন্যদিকে যুদ্ধ বন্ধ করতে মস্কোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাশা করে পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের একের পর এক শহর দখল নিচ্ছে রাশিয়ান বাহিনী। সবশেষ পূর্ব দোনেৎস্ক অঞ্চলের লিমান শহরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এমন সময় বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে আগামী সেপ্টেম্বরের মধ্যে ইউক্রেনের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চায় রাশিয়া। তবে এ বিষয়ে অফিসিয়ালি কোনও তথ্য জানায়নি মস্কো। দুই দেশের যুদ্ধের জন্য বিশ্ব খাদ্য পরিস্থিতিতে প্রভাব পড়ায় সঙ্কট মোকাবেলায় আলোচনায় এগিয়ে আসছেন অনেক দেশই। সবশেষ খাদ্য পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে টেলিফোনে আলোচনা করেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। এ সময় পুতিন অভিযোগ করেন, আলোচনা প্রক্রিয়ায় এগোতে চায় রাশিয়া। কিন্তু ইউক্রেন এ আলোচনা প্রক্রিয়া নস্যাৎ করছে। ইউক্রেনে রুশ হামলার পর মস্কোর বিরুদ্ধে একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। বেড়েছে বেড়েছে গমসহ বিভিন্ন শস্য ও খাবারের দাম। এ পরিস্থিতিতে পরবর্তী মৌসুমে শস্য উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে রাশিয়া। বাড়তি উৎপাদিত শস্য বিশ্ববাজারে রপ্তানি করে বিশ্বজুড়ে চলমান খাবারে সংকট কমানোর ঘোষণা দিয়েছে দেশটির কৃষিমন্ত্রী।