ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

সেন্সরে ‘রিভেঞ্জ’, ঈদে মুক্তির আভাস দিলেন নির্মাতা

  • আপডেট সময় : ০১:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক-নির্মাতা মোহাম্মদ ইকবাল। সম্প্রতি তার নির্মিত ‘ডেডবডি’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তির পর বেশ সুনাম কুড়িয়েছেন ইকবাল। গত সোমবার ‘রিভেঞ্জ’ সিনেমা সেন্সর বোর্ডে জমা দিয়েছেন নির্মাতা ইকবাল। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আজ ‘রিভেঞ্জ’ সেন্সর বোর্ডে জমা দিলাম। আশা করছি, কয়েক দিনের মধ্যে দেশের প্রেক্ষাগৃহের মুক্তি জন্য ছাড়পত্র হাতে পেয়ে যাব। মুক্তির তারিখ জানতে চাইলে মোহাম্মদ ইকবাল বলেন, সামনে ঈদুল আজহাকে ঘিরে চিন্তা করছি ‘রিভেঞ্জ’ মুক্তি ব্যাপারে। সেইভাবে তো কাজ চলছে। এখন এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। কিন্তু কয়েক দিনের মধ্যে সব জানাতে পারব। সিনেমাটি নিয়ে তিনি আরও বলেন, ‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী সিনেমা। সেভাবেই রোশানকে হাজির করা হয়েছে। ফলে রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় বুবলী ও জিয়াউল রোশান ছাড়াও অভিনয় করছেন দীপা খন্দকার, মিশা সওদাগর ও সীমান্তসহ আরও অনেকে। এদিকে ‘ডেডবডি’গত রোজার ঈদে মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সরে দাঁড়ান ইকবাল। গত ৩ মে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

সেন্সরে ‘রিভেঞ্জ’, ঈদে মুক্তির আভাস দিলেন নির্মাতা

আপডেট সময় : ০১:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক-নির্মাতা মোহাম্মদ ইকবাল। সম্প্রতি তার নির্মিত ‘ডেডবডি’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তির পর বেশ সুনাম কুড়িয়েছেন ইকবাল। গত সোমবার ‘রিভেঞ্জ’ সিনেমা সেন্সর বোর্ডে জমা দিয়েছেন নির্মাতা ইকবাল। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আজ ‘রিভেঞ্জ’ সেন্সর বোর্ডে জমা দিলাম। আশা করছি, কয়েক দিনের মধ্যে দেশের প্রেক্ষাগৃহের মুক্তি জন্য ছাড়পত্র হাতে পেয়ে যাব। মুক্তির তারিখ জানতে চাইলে মোহাম্মদ ইকবাল বলেন, সামনে ঈদুল আজহাকে ঘিরে চিন্তা করছি ‘রিভেঞ্জ’ মুক্তি ব্যাপারে। সেইভাবে তো কাজ চলছে। এখন এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। কিন্তু কয়েক দিনের মধ্যে সব জানাতে পারব। সিনেমাটি নিয়ে তিনি আরও বলেন, ‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী সিনেমা। সেভাবেই রোশানকে হাজির করা হয়েছে। ফলে রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় বুবলী ও জিয়াউল রোশান ছাড়াও অভিনয় করছেন দীপা খন্দকার, মিশা সওদাগর ও সীমান্তসহ আরও অনেকে। এদিকে ‘ডেডবডি’গত রোজার ঈদে মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সরে দাঁড়ান ইকবাল। গত ৩ মে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেন।