বিনোদন প্রতিবেদক: আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ উপন্যাস অবলম্বনে জনপ্রিয় নাট্যকার মাসুম রেজার চিত্রনাট্যে সোহেল রানা বয়াতির প্রথম সিনেমা ‘নয়া মানুষ’ সিনেমার শুটিং শেষ করেছেন গত বছরের মধ্যভাগে। এখন চলছে এটির কারিগরি অংশের কাজ। তবে সেই কাজও শেষ পর্যায়ে বলে জাগো নিউজকে জানিয়েছেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। চলতি মাসেই এটি সেন্সরে জমা দেবেন। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে তার। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘যেহেতু এটি আমার প্রথম পরিচালিত সিনেমা, তাই এটি খুব যতœসহকারে নির্মাণ করার চেষ্টা করছি। যেখানে যা লাগে, তার পুরোটাই জোগান দেওয়ার চেষ্টা করেছি। কারণ এ সিনেমার ওপর আমার নিয়মিত কাজ করার বিষয়টি নির্ভর করছে। তাই এটির সফলতা নিয়ে আমি আশাবাদী।’ কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মাণাধীন চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী উষশী। সিনেমাটি মুক্তি প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান নান্দনিক ফিল্মসের প্রধান আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, নয়া মানুষের অন্যান্য কাজ আমরা দ্রুত শেষ করে এ বছরই চলচ্চিত্রটি দর্শকদের কাছে পৌঁছে দিতে পারব।