ক্রীড়া ডেস্ক : কাতার বিশ্বকাপে খেলতে দেখা যাবে না বিশ্বের অনেক তারকা ফুটবলারকে। চোটের জন্য অনিশ্চিত জার্মানির মার্কো রিউস, আর্জেন্টিনার পাওলো দিবালা, ফ্রান্সের কান্তের মত ফুটবলাররা। সেই তালিকায় রয়েছেন সাদিও মানেও। বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার পায়ের চোটের জন্য খেলতে পারবেন না সেনেগালের প্রথম ম্যাচ। দেশটির ফুটবল ফেডারেশন বলছে, প্রথম ম্যাচে দলটির সেরা ফরোয়ার্ডকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে আফ্রিকান দলটিকে। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময় চোট পান মানে। ডান পায়ে আঘাত পান এই ফরোয়ার্ড। সেনেগাল কোচ আলিও সিসে দাবি করছেন, এই চোটের জন্য মানে’র কোনো সার্জারিরও প্রয়োজন নেই। গত ফেব্রুয়ারিতে মিশরকে হারিয়ে আফ্রিকা নেশনস কাপের শিরোপা জেতে সেনেগাল। দলের এমন অর্জনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মানে। আবারও পরের মাসে বিশ্বকাপ বাছাই পর্বে মিশরকে হারিয়ে কাতার বিশ্বকাপের মঞ্চে আনতে বড় ভূমিকা পালন করেন সাবেক এই লিভারপুল তারকা। বিশ্বকাপে তাকে ঘিরেই ভালো কিছু করার প্রস্তুতি নিয়েছিল সেনেগাল। আগামী ২৫ নভেম্বর বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিপক্ষে খেলতে নামবে সেনেগাল। ২৯ নভেম্বর ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে নামবে সেনেগাল।


























