ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

সেনাদের সঙ্গে দেখা করতে ইউক্রেনের যুদ্ধ এলাকায় রুশ প্রতিরক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ১২:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু ইউক্রেন যুদ্ধে নিযুক্ত রুশ সেনাদের সঙ্গে দেখা করেছেন। গত শনিবার ইউক্রেন সফরকালে রুশ সেনাসদস্যদের পদক প্রদান এবং জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত বিবৃতি ও ভিডিও থেকে এসব তথ্য জানা গেছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর দেশটিতে লাখো সেনা পাঠিয়েছে মস্কো। তবে গত এক বছরে ইউক্রেনে সম্মুখযুদ্ধের এলাকাগুলোয় শীর্ষ রুশ সামরিক কর্মকর্তাদের সফর করার ঘটনা খুবই বিরল। গতকাল তেমনই একটি বিরল সফরে ইউক্রেনে যান শোইগু।
শনিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সফরকালে শোইগু দোনেৎস্কের দক্ষিণাঞ্চলে রাশিয়ার সেনাবাহিনীর ইস্টার্ন মিলিটারি বিভাগের একটি ফরওয়ার্ড কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শোইগু রুশ সেনাসদস্যদের পদক দিচ্ছেন। ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার কর্নেল-জেনারেল রুস্তম মুরাদভকে সঙ্গে নিয়ে একটি বিধ্বস্ত শহরও ঘুরে দেখতে দেখা গেছে তাঁকে।
শনিবার রাতে মন্ত্রণালয় প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা গেছে, জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে একটি বৈঠকে সভাপতিত্ব করছেন শোইগু। ২০১২ সাল থেকে রুশ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন শোইগু। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমর্থকদের অনেকে এ যুদ্ধে শোইগুর ভূমিকার সমালোচনা করে থাকেন। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাশিয়ার বেসরকারি আধা সামরিক বাহিনী ভাগনার গ্রুপ। গত মাসে ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন অভিযোগ করেন, শোইগু ও অন্যরা তাঁর বাহিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাঁর বাহিনীকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সেনাদের সঙ্গে দেখা করতে ইউক্রেনের যুদ্ধ এলাকায় রুশ প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : ১২:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু ইউক্রেন যুদ্ধে নিযুক্ত রুশ সেনাদের সঙ্গে দেখা করেছেন। গত শনিবার ইউক্রেন সফরকালে রুশ সেনাসদস্যদের পদক প্রদান এবং জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত বিবৃতি ও ভিডিও থেকে এসব তথ্য জানা গেছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর দেশটিতে লাখো সেনা পাঠিয়েছে মস্কো। তবে গত এক বছরে ইউক্রেনে সম্মুখযুদ্ধের এলাকাগুলোয় শীর্ষ রুশ সামরিক কর্মকর্তাদের সফর করার ঘটনা খুবই বিরল। গতকাল তেমনই একটি বিরল সফরে ইউক্রেনে যান শোইগু।
শনিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সফরকালে শোইগু দোনেৎস্কের দক্ষিণাঞ্চলে রাশিয়ার সেনাবাহিনীর ইস্টার্ন মিলিটারি বিভাগের একটি ফরওয়ার্ড কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শোইগু রুশ সেনাসদস্যদের পদক দিচ্ছেন। ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার কর্নেল-জেনারেল রুস্তম মুরাদভকে সঙ্গে নিয়ে একটি বিধ্বস্ত শহরও ঘুরে দেখতে দেখা গেছে তাঁকে।
শনিবার রাতে মন্ত্রণালয় প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা গেছে, জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে একটি বৈঠকে সভাপতিত্ব করছেন শোইগু। ২০১২ সাল থেকে রুশ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন শোইগু। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমর্থকদের অনেকে এ যুদ্ধে শোইগুর ভূমিকার সমালোচনা করে থাকেন। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাশিয়ার বেসরকারি আধা সামরিক বাহিনী ভাগনার গ্রুপ। গত মাসে ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন অভিযোগ করেন, শোইগু ও অন্যরা তাঁর বাহিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাঁর বাহিনীকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছেন।