প্রত্যাশা ডেস্ক : ইউক্রেনে বীরবিক্রমে যুদ্ধের জন্য নিজ দেশের সেনাদের ‘বীরত্বের’ প্রশংসা করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদের অবদানকে সর্বদা রুশ জাতি স্মরণ করবে বলেও তিনি উল্লেখ করেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুতিন রুশ বিশেষ বাহিনীর সেনাদের পেশাগত ছুটির দিনে ইউক্রেনে তাদের লড়াইকে ‘বীরত্বের’ সঙ্গে তুলনা করে সেনাদের অভিনন্দিত করেন। পুতিন টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, যারা এখন দনবাসের প্রজাতন্ত্র দুটির জনগণকে সহায়তা প্রদানের জন্য বিশেষ এক অভিযানের সময় বীরত্বের সঙ্গে তাদের সামরিক দায়িত্ব পালন করছেন।
গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সামরিক অভিযানে ইউক্রেনের দুটি শহর দখলের দাবি করেছে রুশ সেনারা। এ ছাড়া, রাজধানী কিয়েভের উত্তরে ইউক্রেনের সেনাদের সঙ্গে তুমুল যুদ্ধ করছে। গত তিন দিনে ইউক্রেনের হামলায় ৪৩০০ সেনা নিহতের দাবি করা হয়। যদিও এ দাবির পক্ষে কোনো মন্তব্য করে রাশিয়া।অন্যদিকে রাশিয়ার হামলায় বেসামরিক নাগরিকসহ ২০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।
সেনাদের ‘বীরত্বের’ প্রশংসা করেছে পুতিন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ