ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সেঞ্চুরি করেও সন্তুষ্ট নন ঢাকার অধিনায়ক

  • আপডেট সময় : ০৫:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছেন থিসারা পেরারা। দুর্দান্ত এই ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক। তাতে নিজে ভালো খেললেও আক্ষেপ আছে তার মনে। দলীয় মাত্র ৪১ রানেই ৬ উইকেট হারিয়ে রীতিমতো হারের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল ঢাকা ক্যাপিটালস। তবে শাকিব খানের দলটিকে একা হাতে জয় এনে দেওয়ার প্রায় অসম্ভব স্বপ্ন দেখিয়েছেন অধিনায়ক থিসারা পেরেরা। এই শ্রীলঙ্কান শেষ পর্যন্ত ব্যক্তিগত সেঞ্চুরি পেলেও কাঙ্ক্ষিত জয় পাওয়া হয়নি দলের। খুলনা টাইগার্সের করা ১৭৩ রানের জবাবে ১৫৩ রান তুলতে সক্ষম হয়েছে ঢাকা। সেঞ্চুরি করে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে থিসারা বলেন, ‘প্রথম কথা হচ্ছে এই উইকেটে ব্যাট করা খুব একটা সহজ না। কিছুটা কঠিন।

স্পিনে কঠিন কিছুটা। যে কারণে আমিও প্রথম ১৭-২০ বলে মাত্র ৬ রান করেছিলাম। পিচে যদি টিকে থাকতে পারেন ৩০-৪০ বল তখন সবকিছু চেষ্টা করে দেখতে পারবেন। ব্যাপারটা দুঃখজনক যে আমরা আমাদের ব্যাটিং প্ল্যানটা কাজে লাগাতে পারিনি। শুরুর দিকে মোমেন্টাম পাইনি আমরা। পেলে হয়ত সহজে এই রান তাড়া করা যেত।’
‘আসলে পেশাদার ক্রিকেটার হিসেবে আমি সবসময় ইতিবাচকভাবে চিন্তা করি। ম্যাচের যা পরিস্থিতি ছিল আমি আমার প্রিয় শটগুলো খেলে রান বের করতে চেয়েছি, সফলও হয়েছি। সেঞ্চুরিও পেয়েছি তবে দিনশেষে ম্যাচটা হেরে গেলাম।’-যোগ করেন তিনি।

চাতুরাঙ্গা ডি সিলভার সঙ্গে ভালো জুটি হয়েছিল থিসারার। এ নিয়ে তিনি বলেন, ‘আমি তাকে (চতুরঙ্গাকে) বলেছি প্রতিবার আমাকে সুযোগ দিতে। সে করেছেও। মাঝেমাঝে হিট করার চেষ্টা করেছে যদিও। জরুরি ছিল আমাকে সুযোগ দেওয়া, কারণ আমি সেট ব্যাটার ছিলাম। ফলে আমি রানের জন্য যেতে পারছিলাম। ভালোই করেছে সে। জাতীয় দলে একসাথে অনেক দিন খেলেছি আমরা। ফলে সে বুঝতে পেরেছে আমি কী বলছিলাম।’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সেঞ্চুরি করেও সন্তুষ্ট নন ঢাকার অধিনায়ক

আপডেট সময় : ০৫:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছেন থিসারা পেরারা। দুর্দান্ত এই ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক। তাতে নিজে ভালো খেললেও আক্ষেপ আছে তার মনে। দলীয় মাত্র ৪১ রানেই ৬ উইকেট হারিয়ে রীতিমতো হারের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল ঢাকা ক্যাপিটালস। তবে শাকিব খানের দলটিকে একা হাতে জয় এনে দেওয়ার প্রায় অসম্ভব স্বপ্ন দেখিয়েছেন অধিনায়ক থিসারা পেরেরা। এই শ্রীলঙ্কান শেষ পর্যন্ত ব্যক্তিগত সেঞ্চুরি পেলেও কাঙ্ক্ষিত জয় পাওয়া হয়নি দলের। খুলনা টাইগার্সের করা ১৭৩ রানের জবাবে ১৫৩ রান তুলতে সক্ষম হয়েছে ঢাকা। সেঞ্চুরি করে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে থিসারা বলেন, ‘প্রথম কথা হচ্ছে এই উইকেটে ব্যাট করা খুব একটা সহজ না। কিছুটা কঠিন।

স্পিনে কঠিন কিছুটা। যে কারণে আমিও প্রথম ১৭-২০ বলে মাত্র ৬ রান করেছিলাম। পিচে যদি টিকে থাকতে পারেন ৩০-৪০ বল তখন সবকিছু চেষ্টা করে দেখতে পারবেন। ব্যাপারটা দুঃখজনক যে আমরা আমাদের ব্যাটিং প্ল্যানটা কাজে লাগাতে পারিনি। শুরুর দিকে মোমেন্টাম পাইনি আমরা। পেলে হয়ত সহজে এই রান তাড়া করা যেত।’
‘আসলে পেশাদার ক্রিকেটার হিসেবে আমি সবসময় ইতিবাচকভাবে চিন্তা করি। ম্যাচের যা পরিস্থিতি ছিল আমি আমার প্রিয় শটগুলো খেলে রান বের করতে চেয়েছি, সফলও হয়েছি। সেঞ্চুরিও পেয়েছি তবে দিনশেষে ম্যাচটা হেরে গেলাম।’-যোগ করেন তিনি।

চাতুরাঙ্গা ডি সিলভার সঙ্গে ভালো জুটি হয়েছিল থিসারার। এ নিয়ে তিনি বলেন, ‘আমি তাকে (চতুরঙ্গাকে) বলেছি প্রতিবার আমাকে সুযোগ দিতে। সে করেছেও। মাঝেমাঝে হিট করার চেষ্টা করেছে যদিও। জরুরি ছিল আমাকে সুযোগ দেওয়া, কারণ আমি সেট ব্যাটার ছিলাম। ফলে আমি রানের জন্য যেতে পারছিলাম। ভালোই করেছে সে। জাতীয় দলে একসাথে অনেক দিন খেলেছি আমরা। ফলে সে বুঝতে পেরেছে আমি কী বলছিলাম।’