ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

সেই ভাইরাল শিশুকে নিয়ে ‘বাচপান কা পেয়ার’ রিমেক করছেন বাদশা

  • আপডেট সময় : ১১:০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল গান ‘জানে মেরি জানেমান বাচপান কা পেয়ারৃ’। স্কুল ইউনিফর্ম পরা এক শিশুর কণ্ঠে গাওয়া গানটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও ভাইরাল হয়েছে। ফেসবুক, ইউটিউব কিংবা টিকটকের মতো প্ল্যাটফর্মে গানটি অসংখ্য মানুষ শেয়ার করেছেন। গানটির সঙ্গে ভিডিও তৈরি করে অনেকে উপস্থিত হচ্ছেন নানা ধরনের অঙ্গভঙ্গিতে। সহদেব নামের সেই ভাইরাল শিশুটির সঙ্গে সম্প্রতি দেখা করেছেন হিন্দি গানের জনপ্রিয় গায়ক ও র‌্যাপার বাদশা। শিশুটির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। জানিয়েছেন, ‘বাচপান কা পেয়ার’ গানটি রিমেক করতে যাচ্ছেন তিনি। শিশুটির সঙ্গে তোলা ছবি শেয়ার করে ক্যাপশনে বাদশা লেখেন, ‘বাচপান কা পেয়ার, শিগগিরই আসছে। ’ এতেই বোঝা যাচ্ছে, বাদশা এই গানটি পুনরায় তৈরি করে মুক্তি দিতে যাচ্ছেন। ছত্তিশগড়ের সুকমা এলাকার ছিনগড় ব্লকের বাসিন্দা সহদেব। তার গানের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা অন্তত দু’বছর আগের। হুট করেই যা সম্প্রতি ভাইরাল হয়েছে। স্কুলের পোশাকে ক্লাসরুমে ‘জানে মেরি জানেমন বাচপন কা পেয়ার’ গানটি গায় শিশুটি। মূল গানটি আসলে রতন কাহার নামের এক শিল্পীর। সাধারণ মানুষের সঙ্গে তারকারাও গানটি বেশ পছন্দ করেছেন। কিছুদিন আগেই কপিল শর্মা ও ভারতী সিং সহদেবের মতো গান গেয়ে ভিডিও আপলোড করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেই ভাইরাল শিশুকে নিয়ে ‘বাচপান কা পেয়ার’ রিমেক করছেন বাদশা

আপডেট সময় : ১১:০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১

বিনোদন ডেস্ক : বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল গান ‘জানে মেরি জানেমান বাচপান কা পেয়ারৃ’। স্কুল ইউনিফর্ম পরা এক শিশুর কণ্ঠে গাওয়া গানটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও ভাইরাল হয়েছে। ফেসবুক, ইউটিউব কিংবা টিকটকের মতো প্ল্যাটফর্মে গানটি অসংখ্য মানুষ শেয়ার করেছেন। গানটির সঙ্গে ভিডিও তৈরি করে অনেকে উপস্থিত হচ্ছেন নানা ধরনের অঙ্গভঙ্গিতে। সহদেব নামের সেই ভাইরাল শিশুটির সঙ্গে সম্প্রতি দেখা করেছেন হিন্দি গানের জনপ্রিয় গায়ক ও র‌্যাপার বাদশা। শিশুটির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। জানিয়েছেন, ‘বাচপান কা পেয়ার’ গানটি রিমেক করতে যাচ্ছেন তিনি। শিশুটির সঙ্গে তোলা ছবি শেয়ার করে ক্যাপশনে বাদশা লেখেন, ‘বাচপান কা পেয়ার, শিগগিরই আসছে। ’ এতেই বোঝা যাচ্ছে, বাদশা এই গানটি পুনরায় তৈরি করে মুক্তি দিতে যাচ্ছেন। ছত্তিশগড়ের সুকমা এলাকার ছিনগড় ব্লকের বাসিন্দা সহদেব। তার গানের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা অন্তত দু’বছর আগের। হুট করেই যা সম্প্রতি ভাইরাল হয়েছে। স্কুলের পোশাকে ক্লাসরুমে ‘জানে মেরি জানেমন বাচপন কা পেয়ার’ গানটি গায় শিশুটি। মূল গানটি আসলে রতন কাহার নামের এক শিল্পীর। সাধারণ মানুষের সঙ্গে তারকারাও গানটি বেশ পছন্দ করেছেন। কিছুদিন আগেই কপিল শর্মা ও ভারতী সিং সহদেবের মতো গান গেয়ে ভিডিও আপলোড করেছেন।