লিটন রায় ু: সেইতো তুই আমার বুকের বা পাঁজরের
অংশে নাকি গড়া
সেইতো ছুঁই ভালো লাগে ভীষণ ভালো
পাগল পাগল পারা।
পারবি তুই হাজার হাজার লোকের ভীরে
হাতটি আমার ধরতে।
পারবি না আপন করে মনে ঘরে
নিজের মানুষ করতে।
পারিস তা বলনা আমায় প্রানটা খুলে
কত ভালো বাসিস
পারিস তো গোলাপ ফুলের পাপড়ি মেলা
এমনই হাসি হাসিস।
চাইলে বল মরতে পারি বাঁচতে পারি
জনম জনম ধরে
চাইলে চা যা ইচ্ছে তা! করতে রাজি
ভালোবেসে তোরে।