ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সূর্য থেকে বের হচ্ছে শক্তিশালী সৌরচ্ছটা

  • আপডেট সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: শক্তিশালী সৌরচ্ছটা বের হচ্ছে সূর্য থেকে, যেটি পৃথিবীর যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে ও নিম্ন অক্ষাংশে নর্দার্ন লাইটসের মতো অরোরার দেখাও দিতে পারে।

‘এক্স ১.৫’ ও ‘এক্স ১.১’ শ্রেণির এসব শিখা শক্তিশালী বিভিন্ন সৌরচ্ছটার অন্যতম। এসব সৌরচ্ছটা সূর্য থেকে নির্গত হয়েছে রোববার, যা সামনের দিনগুলোতে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

সৌরচ্ছটা বা ‘সোলার ফ্লেয়ার’ বলতে বিভিন্ন এমন তীব্র শক্তির বিস্ফোরণকে বোঝায়, যেগুলো সূর্য থেকে ছিটকে আসে। এগুলো যখন পৃথিবীতে পৌঁছায়, তখন রেডিও যোগাযোগ, পাওয়ার গ্রিড, নেভিগেশন, স্যাটেলাইট এমনকি মহাকাশে থাকা নভোচারীদের কাজেও ব্যাঘাত ঘটাতে পারে এটি।

বর্তমানে ‘সবোর্চ্চ সৌর পর্যায়’ বা নিজের ১১ বছরের সৌর চক্রের সবচেয়ে সক্রিয় অংশে রয়েছে সূর্য। এর মানে হচ্ছে, প্রায়ই শক্তিশালী সৌর শিখা বেরোবে সূর্য থেকে। এসব সৌরচ্ছটা পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে মিথস্ক্রিয়া করার পাশাপাশি নর্দার্ন লাইটসের মতো বিস্ময়কর অরোরাও তৈরি করে।

এবারও এমন ঘটনা ঘটতে পারে। যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’-এর ‘স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার’-এর তথ্য বলছে, অন্যান্যবারের তুলনায় পৃথিবীর নিম্ন অক্ষাংশে এবার দেখা যেতে পারে অরোরা।

বিশেষজ্ঞরা বলছেন, ইংরেজি নববর্ষের প্রাক্কালে অরোরার দেখা মিলতে পারে আকাশে। সম্ভবত সেদিন সন্ধ্যায় মানুষের তৈরি আতশবাজির সঙ্গে অরোরারও দেখা মিলবে।

তবে ধেয়ে আসা শক্তিশালী সৌরচ্ছটার কারণে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও সমস্যা তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্রের ‘স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার’-এর তথ্য অনুসারে, এর আগে সৌরচ্ছটার ফলে রেডিও ব্ল্যাকআউটের পাশাপাশি অন্যান্য দুর্যোগও দেখা গেছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সূর্য থেকে বের হচ্ছে শক্তিশালী সৌরচ্ছটা

আপডেট সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

প্রযুক্তি ডেস্ক: শক্তিশালী সৌরচ্ছটা বের হচ্ছে সূর্য থেকে, যেটি পৃথিবীর যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে ও নিম্ন অক্ষাংশে নর্দার্ন লাইটসের মতো অরোরার দেখাও দিতে পারে।

‘এক্স ১.৫’ ও ‘এক্স ১.১’ শ্রেণির এসব শিখা শক্তিশালী বিভিন্ন সৌরচ্ছটার অন্যতম। এসব সৌরচ্ছটা সূর্য থেকে নির্গত হয়েছে রোববার, যা সামনের দিনগুলোতে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

সৌরচ্ছটা বা ‘সোলার ফ্লেয়ার’ বলতে বিভিন্ন এমন তীব্র শক্তির বিস্ফোরণকে বোঝায়, যেগুলো সূর্য থেকে ছিটকে আসে। এগুলো যখন পৃথিবীতে পৌঁছায়, তখন রেডিও যোগাযোগ, পাওয়ার গ্রিড, নেভিগেশন, স্যাটেলাইট এমনকি মহাকাশে থাকা নভোচারীদের কাজেও ব্যাঘাত ঘটাতে পারে এটি।

বর্তমানে ‘সবোর্চ্চ সৌর পর্যায়’ বা নিজের ১১ বছরের সৌর চক্রের সবচেয়ে সক্রিয় অংশে রয়েছে সূর্য। এর মানে হচ্ছে, প্রায়ই শক্তিশালী সৌর শিখা বেরোবে সূর্য থেকে। এসব সৌরচ্ছটা পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে মিথস্ক্রিয়া করার পাশাপাশি নর্দার্ন লাইটসের মতো বিস্ময়কর অরোরাও তৈরি করে।

এবারও এমন ঘটনা ঘটতে পারে। যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’-এর ‘স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার’-এর তথ্য বলছে, অন্যান্যবারের তুলনায় পৃথিবীর নিম্ন অক্ষাংশে এবার দেখা যেতে পারে অরোরা।

বিশেষজ্ঞরা বলছেন, ইংরেজি নববর্ষের প্রাক্কালে অরোরার দেখা মিলতে পারে আকাশে। সম্ভবত সেদিন সন্ধ্যায় মানুষের তৈরি আতশবাজির সঙ্গে অরোরারও দেখা মিলবে।

তবে ধেয়ে আসা শক্তিশালী সৌরচ্ছটার কারণে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও সমস্যা তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্রের ‘স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার’-এর তথ্য অনুসারে, এর আগে সৌরচ্ছটার ফলে রেডিও ব্ল্যাকআউটের পাশাপাশি অন্যান্য দুর্যোগও দেখা গেছে।