ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সূর্যকুমারকে রাজনৈতিক মন্তব্য করতে নিষেধ আইসিসির

  • আপডেট সময় : ০৫:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ভারতের টি–টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব- ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: ভারতের টি–টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার নির্দেশ দিয়েছে আইসিসি। বৃহস্পতিবার দুবাইয়ে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের শুনানিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। যদিও শাস্তিমূলক অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ঘটনার সূত্রপাত ভারতের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে। ১৪ সেপ্টেম্বরের সেই জয় শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার কিছু মন্তব্য করেন, যা পাকিস্তান রাজনৈতিক বলে অভিযোগ তোলে। পিসিবি কর্তারা লাহোরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরার পরই আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেয় পাকিস্তান দল ব্যবস্থাপনা।

ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, সূর্যকুমার “অপারেশন সিঁদুর” শব্দটি ব্যবহার করেছিলেন, যা ভারতের সরকার পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে সামরিক অভিযানের সময় ব্যবহার করেছিল। এ মন্তব্যকেই আপত্তিকর বলে উল্লেখ করেছে পিসিবি। সূর্যকুমার সেইদিন ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এই শব্দ ব্যবহার করে জয়টি উৎসর্গ করেছিলেন সন্ত্রাসী হামলার শিকারদের এবং ভারতের সশস্ত্র বাহিনীকে।

ওই ম্যাচকে ঘিরে আরেকটি বিতর্কও তৈরি হয়। পাকিস্তান অভিযোগ তোলে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় দুই অধিনায়ককে হাত না মেলানোর অনুরোধ করেছিলেন। এ কারণে পাকিস্তান আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে পাইক্রফটকে ম্যাচ পরিচালনা থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলে। তবে আইসিসি তা নাকচ করে দেয়। ঘটনার জের ধরে পাকিস্তান সময়মতো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে মাঠে নামেনি। পরে পাইক্রফট ‘ভুল বোঝাবুঝি’র জন্য দুঃখ প্রকাশ করলে তারা মাঠে নামে।

অন্যদিকে ভারতও অভিযোগ তুলেছে পাকিস্তানের দুই ক্রিকেটার সাহিবজাদা ফারহান ও হ্যারিস রউফের বিরুদ্ধে। সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে তাদের কিছু অঙ্গভঙ্গি আপত্তিকর বলে দাবি করেছে বিসিসিআই। শুক্রবার এ নিয়ে শুনানি হওয়ার কথা। সে ম্যাচে বেশ কয়েকবার মাঠে দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফারহানকে জিজ্ঞেস করা হয়, ভারতের বিপক্ষে হাফসেঞ্চুরির পর তার মেশিনগান–স্টাইলে সেলিব্রেশন নিয়ে। জবাবে তিনি বলেন, “ওটা তখনকার মুহূর্তে মাথায় এসেছিল। আমি সাধারণত পঞ্চাশ করলে তেমন উদ্‌যাপন করি না। সেদিন হঠাৎ মনে হলো একটা সেলিব্রেশন করি। তাই করেছি। মানুষ কেমন নেবে, সেটা নিয়ে আমি ভাবিনি।”

ওআ/আপ্র/২৬/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সূর্যকুমারকে রাজনৈতিক মন্তব্য করতে নিষেধ আইসিসির

আপডেট সময় : ০৫:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: ভারতের টি–টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার নির্দেশ দিয়েছে আইসিসি। বৃহস্পতিবার দুবাইয়ে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের শুনানিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। যদিও শাস্তিমূলক অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ঘটনার সূত্রপাত ভারতের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে। ১৪ সেপ্টেম্বরের সেই জয় শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার কিছু মন্তব্য করেন, যা পাকিস্তান রাজনৈতিক বলে অভিযোগ তোলে। পিসিবি কর্তারা লাহোরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরার পরই আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেয় পাকিস্তান দল ব্যবস্থাপনা।

ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, সূর্যকুমার “অপারেশন সিঁদুর” শব্দটি ব্যবহার করেছিলেন, যা ভারতের সরকার পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে সামরিক অভিযানের সময় ব্যবহার করেছিল। এ মন্তব্যকেই আপত্তিকর বলে উল্লেখ করেছে পিসিবি। সূর্যকুমার সেইদিন ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এই শব্দ ব্যবহার করে জয়টি উৎসর্গ করেছিলেন সন্ত্রাসী হামলার শিকারদের এবং ভারতের সশস্ত্র বাহিনীকে।

ওই ম্যাচকে ঘিরে আরেকটি বিতর্কও তৈরি হয়। পাকিস্তান অভিযোগ তোলে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় দুই অধিনায়ককে হাত না মেলানোর অনুরোধ করেছিলেন। এ কারণে পাকিস্তান আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে পাইক্রফটকে ম্যাচ পরিচালনা থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলে। তবে আইসিসি তা নাকচ করে দেয়। ঘটনার জের ধরে পাকিস্তান সময়মতো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে মাঠে নামেনি। পরে পাইক্রফট ‘ভুল বোঝাবুঝি’র জন্য দুঃখ প্রকাশ করলে তারা মাঠে নামে।

অন্যদিকে ভারতও অভিযোগ তুলেছে পাকিস্তানের দুই ক্রিকেটার সাহিবজাদা ফারহান ও হ্যারিস রউফের বিরুদ্ধে। সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে তাদের কিছু অঙ্গভঙ্গি আপত্তিকর বলে দাবি করেছে বিসিসিআই। শুক্রবার এ নিয়ে শুনানি হওয়ার কথা। সে ম্যাচে বেশ কয়েকবার মাঠে দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফারহানকে জিজ্ঞেস করা হয়, ভারতের বিপক্ষে হাফসেঞ্চুরির পর তার মেশিনগান–স্টাইলে সেলিব্রেশন নিয়ে। জবাবে তিনি বলেন, “ওটা তখনকার মুহূর্তে মাথায় এসেছিল। আমি সাধারণত পঞ্চাশ করলে তেমন উদ্‌যাপন করি না। সেদিন হঠাৎ মনে হলো একটা সেলিব্রেশন করি। তাই করেছি। মানুষ কেমন নেবে, সেটা নিয়ে আমি ভাবিনি।”

ওআ/আপ্র/২৬/০৯/২০২৫