ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

সূত্রাপুরের হেলে পড়া ভবনটি ভাঙা হবে

  • আপডেট সময় : ০৯:১৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সূত্রাপুরের কুলুটোলায় হেলে পড়া বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত ১৯ আগস্ট ওই এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনে হাজী বাড়ি নামের ছয়তলা ভবনটি হেলে পড়ে। ঘটনার পরপরই ভবনটি সীলগালা করে দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ হওয়ায় আজ শনিবার থেকে এটি ভেঙে ফেলার কার্যক্রম শুরু করবে ডিএসসিসি।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
১৯ আগস্টেই উদ্ধারকাজ শেষে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড টানায় ডিএসসিসি। এরপর রাজউকের চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসক দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পর জেলা প্রশাসন ভবনটি সীলগালা করে। আবু নাছের জানিয়েছেন, শনিবার দুপুর থেকে শুরু হবে ভাঙার কাজ। দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ ও রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে। ১৯ আগস্ট ভবন হেলে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এসময় তারা ভবনের কিছু বাসিন্দাকে উদ্ধার করেন বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সূত্রাপুরের হেলে পড়া ভবনটি ভাঙা হবে

আপডেট সময় : ০৯:১৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সূত্রাপুরের কুলুটোলায় হেলে পড়া বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত ১৯ আগস্ট ওই এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনে হাজী বাড়ি নামের ছয়তলা ভবনটি হেলে পড়ে। ঘটনার পরপরই ভবনটি সীলগালা করে দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ হওয়ায় আজ শনিবার থেকে এটি ভেঙে ফেলার কার্যক্রম শুরু করবে ডিএসসিসি।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
১৯ আগস্টেই উদ্ধারকাজ শেষে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড টানায় ডিএসসিসি। এরপর রাজউকের চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসক দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পর জেলা প্রশাসন ভবনটি সীলগালা করে। আবু নাছের জানিয়েছেন, শনিবার দুপুর থেকে শুরু হবে ভাঙার কাজ। দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ ও রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে। ১৯ আগস্ট ভবন হেলে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এসময় তারা ভবনের কিছু বাসিন্দাকে উদ্ধার করেন বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান।