ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

সূচক বাড়লেও লেনদেন আরও কমেছে

  • আপডেট সময় : ০২:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বেশির ভাগ শেয়ারের দাম বেড়ে সূচক ঊর্ধ্বমুখী হলেও গতকাল বুধবার প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেন কমে নয়শ কোটি টাকার নিচে নেমেছে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩০ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৪৮ দশমিক ৬৭ পয়েন্ট অবস্থান করছে। তবে এদিন এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২ দশমিক ৩১ শতাংশ বা ২০ কোটি ৯৭ লাখ টাকা কমে ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকায় নেমেছে। আগের দিন শেয়ার কেনাবেচার পরিমাণ ছিল ৯০৮ কোটি ৮২ লাখ টাকা। গতকাল বুধবার এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির এবং কমেছে ১৩৫টির। অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৮ দশমিক ৫৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৫০ দশমিক ৫১ পয়েন্টে। তবে চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে। এ বাজারে ২৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়। এর মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৮০ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৩১১ দশমিক ৩২ পয়েন্টে। গতকাল বুধবার এ বাজারে ২৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৩ লাখ ৮৬ হাজার টাকা বেশি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সূচক বাড়লেও লেনদেন আরও কমেছে

আপডেট সময় : ০২:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : বেশির ভাগ শেয়ারের দাম বেড়ে সূচক ঊর্ধ্বমুখী হলেও গতকাল বুধবার প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেন কমে নয়শ কোটি টাকার নিচে নেমেছে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩০ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৪৮ দশমিক ৬৭ পয়েন্ট অবস্থান করছে। তবে এদিন এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২ দশমিক ৩১ শতাংশ বা ২০ কোটি ৯৭ লাখ টাকা কমে ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকায় নেমেছে। আগের দিন শেয়ার কেনাবেচার পরিমাণ ছিল ৯০৮ কোটি ৮২ লাখ টাকা। গতকাল বুধবার এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির এবং কমেছে ১৩৫টির। অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৮ দশমিক ৫৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৫০ দশমিক ৫১ পয়েন্টে। তবে চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে। এ বাজারে ২৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়। এর মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৮০ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৩১১ দশমিক ৩২ পয়েন্টে। গতকাল বুধবার এ বাজারে ২৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৩ লাখ ৮৬ হাজার টাকা বেশি।