নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এর আগের কার্যদিবস বৃহস্পতিবার (৩১ মার্চ) ডিএসইতে সূচকের উত্থান থাকলেও সিএসইতে পতন লক্ষ্য করা গেছে।
এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে। গতকাল রোববার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭১.৯১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ২.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৭০.৯৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৩.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৭.৯৭ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত আছে ৫৫টির। এদিন ডিএসইতে ৮৩৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৮০ কোটি টাকা কম। অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৪২.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৮৮৯.৯৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৭৬.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৮২৫.২৮ পয়েন্টে এবং সিএসআই সূচক ৩.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯.২১ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭৯টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির। দিন শেষে সিএসইতে ১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৩ কোটি টাকা কম।
পুঁজিবাজারে লেনদেন ৪ ঘণ্টা
ব্যাংকের সময়ের সঙ্গে মিল রেখে গতকাল রোববার থেকে পুঁজিবাজারে লেনদেন হচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক রায়হান কবির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে। তবে দুই স্টক এক্সচেঞ্জের অফিস খোলা থাকবে সরকারি নির্দেশনা অনুযায়ী। সরকার রমজান মাসে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে দিয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় রমজানে ব্যাংকে লেনদেনের সময় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করে।
সূচক বাড়লেও কমেছে লেনদেন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ