নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার (১৯ জুলাই) সূচকের মিশ্রপ্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ডিএসইতে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক শূন্য দশমিক ৪১ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৭ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৬৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৬টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৬৫টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকা। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৮০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২২৮ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৯৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত আছে ৮২টির। দিন শেষে সিএসইতে ১০ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আরএকে সিরামিকের মুনাফা কমেছে
নয় মাস ৯ দিন ধরে ফ্লোর প্রাইসে আটকে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকের (বাংলাদেশ) শেয়ার। দাম না বাড়ায় হচ্ছে না লেনদেনও। তার ওপর এবার খবর এসেছে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমার। কোম্পানিটির চলতি বছরের এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্যমতে, সিরামিক খাতের কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে ৩০ জুন ২০২৩) কর পরবর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল (ইপিএস) ৪৪ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে ১৪ পয়সা করে। চলতি বছরের দুই প্রান্তিকে (জানুয়ারি থেকে জুন-২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬৭ পয়সা। ২০২২ সালের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ০১ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের প্রথম ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৩৪ পয়সা করে। ২০১০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২০ টাকা ২৮ পয়সা। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগের বছর সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৪২ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৭০১টি। বুধবার দিনের শুরুতে শেয়ারটির বাজার মূল্য ছিল ৪২ টাকা ৯০ পয়সা। এটি ফ্লোর প্রাইস। গত বছরের ১১ অক্টোবর থেকে কোম্পানির শেয়ার এই ফ্লোর প্রাইসে আটকে আছে।
সূচক বাড়লেও লেনদেন কমেছে
ট্যাগস :
সূচক বাড়লেও লেনদেন কমেছে
জনপ্রিয় সংবাদ