ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

সূচকে মিশ্র অবস্থা, কমেছে লেনদেন

  • আপডেট সময় : ০১:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়েছে। এছাড়া এদিন কমেছে শেয়ার লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার ডিএসইতে ৩৮০ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৮ কোটি ২১ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ৮৭ লাখ টাকার। এদিন লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৮৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৮টির। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক .৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক .১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪২পয়েন্টে। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৯ পয়েন্টে। বৃহস্পতিবার সিএসইতে ১৬৭টি প্রতিষ্ঠানের ৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬টির দর বেড়েছে, কমেছে ৭৪টির এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।
৬ শতাংশ কোম্পানির শেয়ারে ৫১ শতাংশ লেনদেন
এদিকে চলতি বছর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৫১ শতাংশই হয়েছে মাত্র ৬ শতাংশ কোম্পানির শেয়ারে। বছরের প্রথম কার্যদিবস ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৮১ হাজার ৭৫৫ কোটি টাকা। যার মাঝে ৬ শতাংশ বা ২৫ কোম্পানির শেয়ারেই লেনদেন হয়েছে ৪১ হাজার ৪২৫ কোটি টাকা। ডিএসইতে মোট তালিকাভুক্ত কোম্পানি এবং মিউচ্যুয়াল ফান্ডের সংখ্যা ৩৯২ টি। কোম্পানিগুলোর মাঝে ২৫ টি বা ৬ শতাংশ কোম্পানির শেয়ারেই হয়েছে এ বছরের মোট লেনদেনের ৫১ শতাংশ লেনদেন। কোম্পানিগুলোর মাঝে সবথেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) শেয়ারে। এর পরিমাণ ৩ হাজার ২১৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৯৩ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ১ জানুয়ারি হতে ৮ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ারে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ২১২ কোটি টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ২ হাজার ৮৫৪ কোটি টাকা। এছাড়াও ইস্টার্ন হোল্ডিংসের শেয়ারে লেনদেন হয়েছে ২ হাজার ৪১০ কোটি টাকা, জেমিনি সি ফুডের শেয়ারে লেনদেন হয়েছে ২ হাজার ১৫৫ কোটি টাকা, আমরা নেটওয়ার্কসের শেয়ারে লেনদেন হয়েছে ২ হাজার ৭২ কোটি টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ হাজার ৩৭ কোটি, রূপালী লাইফের ১ হাজার ৯২৪ কোটি টাকা, ইউনিক হোটেলের শেয়ারে ১ হাজার ৭৬৮ কোটি টাকা, মেঘনা লাইফের ১ হাজার ৭০৭ কোটি টাকা, বসুন্ধরা পেপার মিলসের ১ হাজার ৬৯৮ কোটি টাকা, ওরিয়ন ইনফিউশনের ১ হাজার ৫০৫, নাভানা ফার্মার শেয়ারে লেনদেন হয়েছে ১ হাজার ৪৭৬ কোটি টাকা, এডিএন টেলিকমের ১ হাজার ৪৭৬, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ হাজার ৪৬১ কোটি টাকা, আরডি ফুডের ১ হাজার ২০৯ কোটি টাকা, ফু-ওয়াং ফুডের ১ হাজার ১৯৮ কোটি টাকা, লাফার্জ হোলসিমের ১ হাজার ১৩৩ কোটি টাকা, জেএমআই হসপিটালের ১ হাজার ৮৮ কোটি টাকা, শাইনপুকুর সিরামিকসের ১ হাজার ৩৮ কোটি টাকা, আইটি কনসালটেন্টসের ১ হাজার ২৭ কোটি টাকা, ওরিয়ন ফার্মা ৯৮৯ কোটি টাকা, ডেল্টা লাইফ ৯৪৫, এপেক্স ফুটওয়্যারের ৯৩০ কোটি টাকা এবং বিডিকম অনলাইনের শেয়ারে মোট ৮৮৫ কোটি টাকা লেনদেন হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সূচকে মিশ্র অবস্থা, কমেছে লেনদেন

আপডেট সময় : ০১:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়েছে। এছাড়া এদিন কমেছে শেয়ার লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার ডিএসইতে ৩৮০ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৮ কোটি ২১ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ৮৭ লাখ টাকার। এদিন লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৮৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৮টির। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক .৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক .১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪২পয়েন্টে। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৯ পয়েন্টে। বৃহস্পতিবার সিএসইতে ১৬৭টি প্রতিষ্ঠানের ৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬টির দর বেড়েছে, কমেছে ৭৪টির এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।
৬ শতাংশ কোম্পানির শেয়ারে ৫১ শতাংশ লেনদেন
এদিকে চলতি বছর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৫১ শতাংশই হয়েছে মাত্র ৬ শতাংশ কোম্পানির শেয়ারে। বছরের প্রথম কার্যদিবস ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৮১ হাজার ৭৫৫ কোটি টাকা। যার মাঝে ৬ শতাংশ বা ২৫ কোম্পানির শেয়ারেই লেনদেন হয়েছে ৪১ হাজার ৪২৫ কোটি টাকা। ডিএসইতে মোট তালিকাভুক্ত কোম্পানি এবং মিউচ্যুয়াল ফান্ডের সংখ্যা ৩৯২ টি। কোম্পানিগুলোর মাঝে ২৫ টি বা ৬ শতাংশ কোম্পানির শেয়ারেই হয়েছে এ বছরের মোট লেনদেনের ৫১ শতাংশ লেনদেন। কোম্পানিগুলোর মাঝে সবথেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) শেয়ারে। এর পরিমাণ ৩ হাজার ২১৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৯৩ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ১ জানুয়ারি হতে ৮ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ারে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ২১২ কোটি টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ২ হাজার ৮৫৪ কোটি টাকা। এছাড়াও ইস্টার্ন হোল্ডিংসের শেয়ারে লেনদেন হয়েছে ২ হাজার ৪১০ কোটি টাকা, জেমিনি সি ফুডের শেয়ারে লেনদেন হয়েছে ২ হাজার ১৫৫ কোটি টাকা, আমরা নেটওয়ার্কসের শেয়ারে লেনদেন হয়েছে ২ হাজার ৭২ কোটি টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ হাজার ৩৭ কোটি, রূপালী লাইফের ১ হাজার ৯২৪ কোটি টাকা, ইউনিক হোটেলের শেয়ারে ১ হাজার ৭৬৮ কোটি টাকা, মেঘনা লাইফের ১ হাজার ৭০৭ কোটি টাকা, বসুন্ধরা পেপার মিলসের ১ হাজার ৬৯৮ কোটি টাকা, ওরিয়ন ইনফিউশনের ১ হাজার ৫০৫, নাভানা ফার্মার শেয়ারে লেনদেন হয়েছে ১ হাজার ৪৭৬ কোটি টাকা, এডিএন টেলিকমের ১ হাজার ৪৭৬, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ হাজার ৪৬১ কোটি টাকা, আরডি ফুডের ১ হাজার ২০৯ কোটি টাকা, ফু-ওয়াং ফুডের ১ হাজার ১৯৮ কোটি টাকা, লাফার্জ হোলসিমের ১ হাজার ১৩৩ কোটি টাকা, জেএমআই হসপিটালের ১ হাজার ৮৮ কোটি টাকা, শাইনপুকুর সিরামিকসের ১ হাজার ৩৮ কোটি টাকা, আইটি কনসালটেন্টসের ১ হাজার ২৭ কোটি টাকা, ওরিয়ন ফার্মা ৯৮৯ কোটি টাকা, ডেল্টা লাইফ ৯৪৫, এপেক্স ফুটওয়্যারের ৯৩০ কোটি টাকা এবং বিডিকম অনলাইনের শেয়ারে মোট ৮৮৫ কোটি টাকা লেনদেন হয়েছে।