ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

সূচকের বড় উত্থান

  • আপডেট সময় : ০২:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। একইসঙ্গে বিনিয়োগকারীদের পাশে থাকবেন বলেও জানান তিনি। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে এক সাক্ষাতে তিনি এ কথা জানিয়েছেন। এদিন পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন বিএসইসি চেয়ারম্যান। যেখানে পুঁজিবাজারের উন্নয়নে এই মূহূর্তে সবচেয়ে বড় বাধা বিনিয়োগ সীমার মধ্যে বন্ড অন্তর্ভূক্ত থাকা ও বাজার দরের পরিবর্তে কস্ট প্রাইসে বিনিয়োগ সীমা গণনার বিষয়টি তুলে ধরেন তিনি। তবে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির প্রতিনিধিদের মধ্যে ফলপ্রুসু মিটিংয়ের বিষয়টিও অবহিত করেন তিনি। বিএসইসি চেয়ারম্যান ব্যাংক আইনে বন্ড নিয়ে জটিলতার বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এছাড়া বাজারের গতি বাড়াতে স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যবহার, ব্যাংক ও লিজিং কোম্পানির নগদ লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে জটিলতাসহ অন্যান্য বিষয়গুলো তুলে ধরেন।
এদিকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪৩ পয়েন্ট বা ২ শতাংশ বেড়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ডিএসইতে বুধবার ১ হাজার ১০২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৪ কোটি ২৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ টাকার। বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৪৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৭৩ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩২ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৯৩টির, দর কমেছে ৪৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৯৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭ পয়েন্টে অবস্থান করছে। ৫৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে সিএসইতে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সূচকের বড় উত্থান

আপডেট সময় : ০২:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। একইসঙ্গে বিনিয়োগকারীদের পাশে থাকবেন বলেও জানান তিনি। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে এক সাক্ষাতে তিনি এ কথা জানিয়েছেন। এদিন পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন বিএসইসি চেয়ারম্যান। যেখানে পুঁজিবাজারের উন্নয়নে এই মূহূর্তে সবচেয়ে বড় বাধা বিনিয়োগ সীমার মধ্যে বন্ড অন্তর্ভূক্ত থাকা ও বাজার দরের পরিবর্তে কস্ট প্রাইসে বিনিয়োগ সীমা গণনার বিষয়টি তুলে ধরেন তিনি। তবে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির প্রতিনিধিদের মধ্যে ফলপ্রুসু মিটিংয়ের বিষয়টিও অবহিত করেন তিনি। বিএসইসি চেয়ারম্যান ব্যাংক আইনে বন্ড নিয়ে জটিলতার বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এছাড়া বাজারের গতি বাড়াতে স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যবহার, ব্যাংক ও লিজিং কোম্পানির নগদ লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে জটিলতাসহ অন্যান্য বিষয়গুলো তুলে ধরেন।
এদিকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪৩ পয়েন্ট বা ২ শতাংশ বেড়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ডিএসইতে বুধবার ১ হাজার ১০২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৪ কোটি ২৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ টাকার। বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৪৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৭৩ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩২ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৯৩টির, দর কমেছে ৪৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৯৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭ পয়েন্টে অবস্থান করছে। ৫৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে সিএসইতে।