অর্থনৈতিক প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৬ জানুয়ারি) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৩২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১০.৯২ পয়েন্ট কমে ১ হাজার ১৫০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭.২৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৫টি কোম্পানির, কমেছে ২৬১টির এবং অপরিবর্তিত আছে ৬৭টির। এদিন ডিএসইতে মোট ৩১৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪০.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৫৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৫৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৮৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৫.৫২ পয়েন্ট কমে ৯৩৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭৪.৪৯ পয়েন্ট কমে ১১ হাজার ৮০৩ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৫টি কোম্পানির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত আছে ৩০টির। দিনশেষে সিএসইতে ১২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট
সূচকের পতন দিয়ে সপ্তাহ শুরু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ