নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার সূচকের উত্থানের মধ্যে দিয়ে ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দেশের প্রধান শেয়ার বাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৪.২৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৯.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৩.৯৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৯.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১১.৫৪ পয়েন্টে। গতকাল রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮১ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত আছে ৪৮টির। ডিএসইতে এদিন ১ হাজার ৩৩৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৭৩ কোটি টাকা বেশি। অপর শেয়ার বাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৮৪.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪৪৩.৮৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১৩৮.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭১৫.২৭ পয়েন্টে এবং সিএসআই সূচক ১.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮১.৩২ পয়েন্টে। গতকাল রোববার সিএসইতে ৩০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত আছে ২৭টির। দিন শেষে সিএসইতে ৫৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা কম।
জনপ্রিয় সংবাদ