ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সূচকের উত্থানে ডিএসইর লেনদেন ২৯০০ কোটি

  • আপডেট সময় : ০২:১৩:১১ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। গতকাল সোমবার ডিএসইর লেনদেন ২৯০০ কোটি টাকা ছাড়িয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৭৪ পয়েন্টে অবস্থান করছে। যা ডিএসইএক্স সূচকটি এ প্রথম সা হাজারের মাইলফলক স্পর্শ করেছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৫৩৬ ও ২৫৪৬ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সোমবার ডিএসইতে দুই হাজার ৯০১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৩৩ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে দুই হাজার ৮৬৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। সোমবার ডিএসইতে ৩৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৪টি কোম্পানির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। সোমবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, বেক্সিমকো ফার্মা, লাফার্জহোলসিম, ডরিন পাওয়ার, বিএটিবিসি, বারাকা পতেঙ্গা, স্কয়ার ফার্মা, ইস্টার্ন হাউজিং ও শাহজিবাজার পাওয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৬২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির কোম্পানির শেয়ার দর। সোমবার সিএসইতে ৮৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৯৫ কোটি ১৮ লাখ টাকার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সূচকের উত্থানে ডিএসইর লেনদেন ২৯০০ কোটি

আপডেট সময় : ০২:১৩:১১ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। গতকাল সোমবার ডিএসইর লেনদেন ২৯০০ কোটি টাকা ছাড়িয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৭৪ পয়েন্টে অবস্থান করছে। যা ডিএসইএক্স সূচকটি এ প্রথম সা হাজারের মাইলফলক স্পর্শ করেছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৫৩৬ ও ২৫৪৬ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সোমবার ডিএসইতে দুই হাজার ৯০১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৩৩ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে দুই হাজার ৮৬৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। সোমবার ডিএসইতে ৩৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৪টি কোম্পানির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। সোমবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, বেক্সিমকো ফার্মা, লাফার্জহোলসিম, ডরিন পাওয়ার, বিএটিবিসি, বারাকা পতেঙ্গা, স্কয়ার ফার্মা, ইস্টার্ন হাউজিং ও শাহজিবাজার পাওয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৬২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির কোম্পানির শেয়ার দর। সোমবার সিএসইতে ৮৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৯৫ কোটি ১৮ লাখ টাকার।