ক্রীড়া ডেস্ক : দেশের তরুণ সমাজের বড় একটি অংশের অনুপ্রেরণা ও আদর্শ ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার উত্থান-পতনে ঘেরা প্রায় দুই দশকের ক্যারিয়ার যে কারও জন্যই অধ্যবসায় ও নিজের লক্ষ্যের প্রতি অটুট থাকার এক বড় মন্ত্র। নিজের জীবনের সেই গল্পের খানিকটা শুনিয়েছেন মাশরাফি। সোমবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) ভার্চুয়াল সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম অধিনায়ক। যেখানে কথা বলেছেন অনেক বিষয় নিয়ে। শুধু নিজের ক্রিকেট ক্যারিয়ার নয়, নিজের জীবনের গল্প-অভিজ্ঞতা, জাতীয় জীবনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রভাব এবং সবশেষে আক্ষেপ নিয়েও কথা বলেছেন মাশরাফি। তার বিশ্বাস, একের পর এক ইনজুরিতে না পড়লে ক্যারিয়ারে তিনশ টেস্ট উইকেট পেতেন, যেখানে তার এখন রয়েছে মাত্র ৭৮টি। কেননা ইনজুরির কারণে বেশিদিন টেস্ট খেলতেই পারেননি।
ইউল্যাবের সমাবর্তনে দেওয়া মাশরাফির পুরো বক্তব্যটি নিচে তুলে ধরা হলো :
আপনারা আজ স্নাতক হলেন। নতুন জীবনে পা দিচ্ছেন, শুভকামনা জানাই। আমার বক্তব্য খুব বেশি কিছু বলার নেই। আমার মনে হয় না যে খুব বেশি কিছু বলতে পারবো। তারপরও যেগুলো আমার জীবনে দেখেছি, মুখোমুখি হয়েছি, আমি যেভাবে দেখি, সেগুলো তুলে ধরতে চাচ্ছি। ভুল হলে ক্ষমা করবেন। আপনারা যে জীবনে আজকে পা দিচ্ছেন, অনেক পরিশ্রম করেছেন, বাবা-মায়ের শ্রম ছিল। যে ধাপটা পার করে সামনে পা দিচ্ছেন, এই জীবনটা কঠিনই। অনেকে ভাবতে পারে একটা জায়গায় যাচ্ছি, খুব সহজ। তা নয়।
আমার মনে হয় রিল্যাক্স থাকা জরুরি। মানুষ সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষ মেহনত করতে পারে, চেষ্টা করতে পারে।আমি নিশ্চিত এই পর্যন্ত আপনারা যেভাবে এসেছেন, চেষ্টা করেই। সেটা অব্যাহত থাকবে বলেই আশা করি।
সুস্থ থাকলে টেস্টে ৩০০ উইকেট পেতাম : মাশরাফি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ