ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি

  • আপডেট সময় : ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

খুলনা সংবাদদাতা : পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর খুলনা আয়োজিত সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে মহানগরীর শেরে বাংলা রোডস্থ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের নিজস্ব কার্যালয়ে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক-নির্দেশনায় দেশের কৃষি ও প্রাণিজ সম্পদের অনেক উন্নতি সাধিত হয়েছে। কৃষিপণ্যের মূল্য এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষি পণ্যের পাশাপাশি ডিম, দুধসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। উৎপাদনকারী ও ব্যবসায়ীরা যদি স্বল্প মুনাফায় ব্যবসা করে তাহলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ থাকে না। সিটি মেয়র সময়োপযোগী এ কর্মসূচি গ্রহণ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের এ উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবে। বিষয়টি বিবেচনায় রেখে এ কর্মসূচি দীর্ঘায়িত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার ম-লের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক ও প্রাণিসম্পদ দপ্তর-খুলনার বিভাগীয় পরিচালক মো. লুৎফর রহমান। স্বাগত দেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শরিফুল ইসলাম। অন্যদের মধ্যে বাংলাদেশ পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির খুলনা বিভাগীয় মহাসচিব ও বিভাগীয় সমন্বয়কারী এমএম সোহরাব হোসেন, কেসিসির ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি ডিরেক্টর ড. এবিএম জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নগরীর গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি

আপডেট সময় : ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

খুলনা সংবাদদাতা : পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর খুলনা আয়োজিত সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে মহানগরীর শেরে বাংলা রোডস্থ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের নিজস্ব কার্যালয়ে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক-নির্দেশনায় দেশের কৃষি ও প্রাণিজ সম্পদের অনেক উন্নতি সাধিত হয়েছে। কৃষিপণ্যের মূল্য এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষি পণ্যের পাশাপাশি ডিম, দুধসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। উৎপাদনকারী ও ব্যবসায়ীরা যদি স্বল্প মুনাফায় ব্যবসা করে তাহলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ থাকে না। সিটি মেয়র সময়োপযোগী এ কর্মসূচি গ্রহণ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের এ উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবে। বিষয়টি বিবেচনায় রেখে এ কর্মসূচি দীর্ঘায়িত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার ম-লের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক ও প্রাণিসম্পদ দপ্তর-খুলনার বিভাগীয় পরিচালক মো. লুৎফর রহমান। স্বাগত দেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শরিফুল ইসলাম। অন্যদের মধ্যে বাংলাদেশ পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির খুলনা বিভাগীয় মহাসচিব ও বিভাগীয় সমন্বয়কারী এমএম সোহরাব হোসেন, কেসিসির ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি ডিরেক্টর ড. এবিএম জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নগরীর গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।