ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

সুমির কথায় ‘ফাতিমা’য় কোনালের গান

  • আপডেট সময় : ১১:৩১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট ২০ বছরের বেশি সময়ের নিজেদের ব্যান্ডের বাইরে সিনেমাতেও গান করছে। তাদের সেসব গান শ্রোতাপ্রিয়ও হয়েছে। আলাদাভাবে এই ব্যান্ড এর দুই সদস্য শারমীন সুলতানা সুমি ও পাভেল আরীন সিনেমা এবং বিজ্ঞাপনের কাজ করেন। এবার মুক্তির অপেক্ষায় থাকা ‘ফাতিমা’ ছবির একটি গানের সুর ও সংগীত পরিচালনা করলেন পাভেল আরীন। যেটির কথা লিখেছেন ‘অন্তর্হীন’, ‘আহারে জীবন’ গানের গীতিকার চিরকুট এর ভোকাল সুমি। “আমি শুধু যে তোমার” টাইটেলে এ গানে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের প্ল্যাটফর্ম থেকে উঠে আসা সময়ের তুমুল জনপ্রিয় শিল্পী কোনাল। এর মধ্য দিয়ে ‘চিরকুট’ ব্যান্ডের সুমি, পাভেল এবং কোনাল প্রথমবার একসঙ্গে কোনো সিনেমায় গান করলেন। ২৪ মে মুক্তি পেতে যাচ্ছে ‘ফাতিমা’, ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। কিছুদিন আগে ‘ফাতিমা’ ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে মনোনীত হয় এবং সেই উৎসবে পুরস্কারও পায়। ফাতিমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুক্তির আগে মঙ্গলবার রাতে কোনালের গাওয়া “আমি শুধু যে তোমার” গানটি প্রকাশিত হবে বঙ্গের ইউটিউবে। ২০০৯ সালে রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠ চাম্পিয়নের মুকুট জয় করে পেশাদার গানে যাত্রা শুরু হয় কোনালের। মুকুট জয়ের একদিন পর প্লেব্যাক করেন। ‘মায়ের জন্য পাগল’ ফিল্মের সেই গানের সংগীত পরিচালক ইমন সাহা। ১৫ বছরে শতাধিক ছবিতে প্লে-ব্যাক গান করেছেন। সংগীত সংশ্লিষ্টদের মতে, প্লে-ব্যাকে প্রযোজক, পরিচালক এবং সংগীত পরিচালক, গীতিকারদের আস্থার কাছে বর্তমানে আস্থার নাম কোনাল। গেল এক বছরেই “ও প্রিয়তমা”, “রাজকুমার”, “মেঘের নৌকা”, “সুরমা সুরমা”র বিগেস্ট হিট ও শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কোনাল। হয়ে উঠেছেন প্লে-ব্যাকে শীর্ষ শিল্পী। এই প্রাপ্তীকে আশীর্বাদ ও কঠোর সাধনার ফল হিসেবে মনে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল।
‘ফাতিমা’ ছবির গান নিয়ে কোনাল বললেন, ‘খুব চমৎকার এ গান এবং এর কথা-সুরে একটা অভিনবত্ব আছে। সুমি আপু ও পাভেল আমার প্রিয় মানুষ। অনেক বছরের পরিচয় হলেও তাদের সঙ্গে প্রথমবার কোনো ফিল্মে গাওয়ার অভিজ্ঞতা খুব দারুণ। আমার বিশ্বাস, গানপ্রেমীদের এই গান ভালো লাগবে। সুরকার ও সংগীত পরিচালক পাভেল আরীন বলেন, এই গানটি বানানোর পরই ভেবেছি, তাকে দিয়েই গাওয়াব। গানটির ভয়েস নেওয়ার পর দেখলাম, যেমনটা ভেবেছিলাম তার চেয়ে ভালো গেয়েছেন কোনাল। আমিও আনন্দিত সুন্দর গানটি রিলিজ হতে যাওয়ার খবর শুনে। পরিচালক ধ্রব হাসান বলেন, ‘পাভেলের সঙ্গে যখন গানটি নিয়ে কথা হচ্ছিল তখন কোনালের নামটি প্রস্তাব হয়। রেকর্ডিং এর পর গানটা শুনে ভীষণ ভালো লাগে। দারুণ গেয়েছেন কোনাল। গানটি নিয়ে আমরা তাই ভীষণ আশাবাদী।’ ‘ফাতিমা’ ছবিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তাসনিয়া ফারিণ, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা প্রমুখ। ছবিটি পরিবেশনা করছে বঙ্গ।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

সুমির কথায় ‘ফাতিমা’য় কোনালের গান

আপডেট সময় : ১১:৩১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট ২০ বছরের বেশি সময়ের নিজেদের ব্যান্ডের বাইরে সিনেমাতেও গান করছে। তাদের সেসব গান শ্রোতাপ্রিয়ও হয়েছে। আলাদাভাবে এই ব্যান্ড এর দুই সদস্য শারমীন সুলতানা সুমি ও পাভেল আরীন সিনেমা এবং বিজ্ঞাপনের কাজ করেন। এবার মুক্তির অপেক্ষায় থাকা ‘ফাতিমা’ ছবির একটি গানের সুর ও সংগীত পরিচালনা করলেন পাভেল আরীন। যেটির কথা লিখেছেন ‘অন্তর্হীন’, ‘আহারে জীবন’ গানের গীতিকার চিরকুট এর ভোকাল সুমি। “আমি শুধু যে তোমার” টাইটেলে এ গানে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের প্ল্যাটফর্ম থেকে উঠে আসা সময়ের তুমুল জনপ্রিয় শিল্পী কোনাল। এর মধ্য দিয়ে ‘চিরকুট’ ব্যান্ডের সুমি, পাভেল এবং কোনাল প্রথমবার একসঙ্গে কোনো সিনেমায় গান করলেন। ২৪ মে মুক্তি পেতে যাচ্ছে ‘ফাতিমা’, ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। কিছুদিন আগে ‘ফাতিমা’ ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে মনোনীত হয় এবং সেই উৎসবে পুরস্কারও পায়। ফাতিমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুক্তির আগে মঙ্গলবার রাতে কোনালের গাওয়া “আমি শুধু যে তোমার” গানটি প্রকাশিত হবে বঙ্গের ইউটিউবে। ২০০৯ সালে রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠ চাম্পিয়নের মুকুট জয় করে পেশাদার গানে যাত্রা শুরু হয় কোনালের। মুকুট জয়ের একদিন পর প্লেব্যাক করেন। ‘মায়ের জন্য পাগল’ ফিল্মের সেই গানের সংগীত পরিচালক ইমন সাহা। ১৫ বছরে শতাধিক ছবিতে প্লে-ব্যাক গান করেছেন। সংগীত সংশ্লিষ্টদের মতে, প্লে-ব্যাকে প্রযোজক, পরিচালক এবং সংগীত পরিচালক, গীতিকারদের আস্থার কাছে বর্তমানে আস্থার নাম কোনাল। গেল এক বছরেই “ও প্রিয়তমা”, “রাজকুমার”, “মেঘের নৌকা”, “সুরমা সুরমা”র বিগেস্ট হিট ও শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কোনাল। হয়ে উঠেছেন প্লে-ব্যাকে শীর্ষ শিল্পী। এই প্রাপ্তীকে আশীর্বাদ ও কঠোর সাধনার ফল হিসেবে মনে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল।
‘ফাতিমা’ ছবির গান নিয়ে কোনাল বললেন, ‘খুব চমৎকার এ গান এবং এর কথা-সুরে একটা অভিনবত্ব আছে। সুমি আপু ও পাভেল আমার প্রিয় মানুষ। অনেক বছরের পরিচয় হলেও তাদের সঙ্গে প্রথমবার কোনো ফিল্মে গাওয়ার অভিজ্ঞতা খুব দারুণ। আমার বিশ্বাস, গানপ্রেমীদের এই গান ভালো লাগবে। সুরকার ও সংগীত পরিচালক পাভেল আরীন বলেন, এই গানটি বানানোর পরই ভেবেছি, তাকে দিয়েই গাওয়াব। গানটির ভয়েস নেওয়ার পর দেখলাম, যেমনটা ভেবেছিলাম তার চেয়ে ভালো গেয়েছেন কোনাল। আমিও আনন্দিত সুন্দর গানটি রিলিজ হতে যাওয়ার খবর শুনে। পরিচালক ধ্রব হাসান বলেন, ‘পাভেলের সঙ্গে যখন গানটি নিয়ে কথা হচ্ছিল তখন কোনালের নামটি প্রস্তাব হয়। রেকর্ডিং এর পর গানটা শুনে ভীষণ ভালো লাগে। দারুণ গেয়েছেন কোনাল। গানটি নিয়ে আমরা তাই ভীষণ আশাবাদী।’ ‘ফাতিমা’ ছবিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তাসনিয়া ফারিণ, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা প্রমুখ। ছবিটি পরিবেশনা করছে বঙ্গ।