ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

সুমাইয়ার নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন তিন ক্রিকেটারকে নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দলে রাখা হয়েছে নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিংকিকে। প্রথমবার অনুষ্ঠেয় মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে শুক্রবার সকালে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। এর আগের দিন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে অভিষেক হয় সুমাইয়ার। এরপর গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর একটি ওয়ানডে খেলেন ১৯ বছর বয়সী ব্যাটার। গত বছর অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন তিনি। ১৬ বছর বয়সী অফ স্পিনার নিশিতা গত বছর পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেন। আর গত মে মাসে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় ১৫ বছর বয়সী হাবিবার। গত অগাস্টে টি-টোয়েন্টি সংস্করণের জাতীয় ক্রিকেট লিগে সম্ভাবনার ছাপ রাখা মোসাম্মত ঈভা, জুয়াইরিয়া ফেরদৌস, আনিসা আক্তার সুবহা, মেহেরুন নেসা, ফারজানা ইয়াসমিনরা সুযোগ পেয়েছেন এশিয়া কাপের দলে। টি-টোয়েন্টি সংস্করণের ছয় দলের টুর্নামেন্ট শুরু আগামী রোববার। আসরের দ্বিতীয় দিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের আরেক ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে, মঙ্গলবার। দুটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল পাবে সুপার ফোরের টিকেট। পরে সেরা দুই দলকে নিয়ে আগামী ২২ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে।
বাংলাদেশ স্কোয়াড: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মত ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মেহেরুন নেসা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার ত্যাগকে স্বীকার করি

সুমাইয়ার নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ

আপডেট সময় : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন তিন ক্রিকেটারকে নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দলে রাখা হয়েছে নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিংকিকে। প্রথমবার অনুষ্ঠেয় মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে শুক্রবার সকালে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। এর আগের দিন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে অভিষেক হয় সুমাইয়ার। এরপর গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর একটি ওয়ানডে খেলেন ১৯ বছর বয়সী ব্যাটার। গত বছর অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন তিনি। ১৬ বছর বয়সী অফ স্পিনার নিশিতা গত বছর পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেন। আর গত মে মাসে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় ১৫ বছর বয়সী হাবিবার। গত অগাস্টে টি-টোয়েন্টি সংস্করণের জাতীয় ক্রিকেট লিগে সম্ভাবনার ছাপ রাখা মোসাম্মত ঈভা, জুয়াইরিয়া ফেরদৌস, আনিসা আক্তার সুবহা, মেহেরুন নেসা, ফারজানা ইয়াসমিনরা সুযোগ পেয়েছেন এশিয়া কাপের দলে। টি-টোয়েন্টি সংস্করণের ছয় দলের টুর্নামেন্ট শুরু আগামী রোববার। আসরের দ্বিতীয় দিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের আরেক ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে, মঙ্গলবার। দুটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল পাবে সুপার ফোরের টিকেট। পরে সেরা দুই দলকে নিয়ে আগামী ২২ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে।
বাংলাদেশ স্কোয়াড: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মত ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মেহেরুন নেসা।