ক্রীড়া প্রতিবেদক : প্রাথমিক পর্বের শেষ ম্যাচ দিয়েই এবারের ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি অভিযান শেষ তামিম ইকবালের। ডান হাঁটুতে চোট পাওয়া অভিজ্ঞ ব্যাটসম্যানকে সুপার লিগে পাচ্ছে না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার খেলাঘর সমাজ কল্যাণ সমিতির সঙ্গে ম্যাচ শেষে হোটেলের জৈব-সুরক্ষা বলয় ছেড়ে বাসায় ফিরে গেছেন তামিম। আপাতত তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সামনেই বাংলাদেশের জিম্বাবুয়ে সময়। তামিম বললেন, জিম্বাবুয়েতে প্রথম টেস্টের আগেই সুস্থ হতে পারবেন বলে আশা তার। ‘ডান হাঁটুর মিনিস্কাসে ব্যথা নিয়েই গত কয়েকটি ম্যাচ খেলেছি। এখন আর পেরে ওঠা কঠিন হয়ে যাচ্ছে। ডাক্তার বলেছেন বিশ্রামে থাকতে। কয়েকদিন বিশ্রামে থাকার পর রিহ্যাব শুরু হবে। তখন পরিস্থিতি বুঝে বলা যাবে কবে ফিরতে পারব। তবে আশা করি জিম্বাবুয়েতে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’
আগামী ২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সফরের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে টেস্ট দিয়ে শুরু হওয়ার কথা সিরিজ। সেই টেস্ট শুরুর সম্ভাব্য সময় ৭ জুলাই। প্রাইম ব্যাংক ঢাকা লিগের প্রথম পর্ব শেষ করেছে পয়েন্ট তালিকার চূড়ায় থেকে। সুপার লিগের লড়াই শুরু শনিবার থেকে। এবারের লিগে তামিমের সেরা চেহারা দেখা যায়নি। ১১ ইনিংসে ফিফটি কেবল ১টি। তারপরও প্রাথমিক পর্বের শেষ দিনে নিজেদের শেষ ম্যাচ শেষে রান সংগ্রহের তালিকায় তিনি আছেন তিন নম্বরে। ৩০৬ রান করেছেন ২৭.৮১ গড় ও ১১৩.৭৫ স্ট্রাইক-রেটে। তার চেয়ে বেশি রান ওল্ড ডিওএইচএসের মাহমুদুল হাসান জয় (৩৬৭) ও ব্রাদার্স ইউনিয়নের মিজানুর রহমানের (৪১৮)।
সুপার লিগে খেলতে পারবেন না তামিম
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ