ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

সুপার লিগের ১৫ ম্যাচ টিভিতে

  • আপডেট সময় : ১১:১৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : চলমান ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে সুপার লিগের ম্যাচগুলো টিভিতে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুপার লিগের সবগুলো ম্যাচই দেখানো হবে টি-স্পোর্টস ও গাজী টিভিতে। এমন তথ্য জানিয়েছেন, বিসিবির ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। মঙ্গলবার তিনি বলেছেন, ‘অত্যন্ত আগ্রহের সঙ্গে জানাচ্ছি যে, বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগের সবগুলো ম্যাচ যৌথভাবে টিভিতে সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি। লিগ এরই মধ্যে বেশ কিছু উত্তেজানপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে। এছাড়া জাতীয় দলের তারকারাও খেলছে। তাই আমি আশা করছি, দর্শকরা ঘরে বসেই সুপার লিগের ম্যাচগুলো উপভোগ করতে পারবে।’ সুপার লিগের ম্যাচ শুরু হবে ১৯ জুন থেকে। এর পর বাকিগুলো হবে ২০, ২২, ২৩ ও ২৫ জুন। ৫দিনে মোট ১৫টি ম্যাচ হবে। এ প্রসঙ্গে কাজী ইনাম আহমেদ আরও বলেছেন, ‘প্রতিদিন তিনটি ম্যাচে খেলবে ৬টি দলই। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সুপার লিগের ১৫ ম্যাচ টিভিতে

আপডেট সময় : ১১:১৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১

ক্রীড়া ডেস্ক : চলমান ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে সুপার লিগের ম্যাচগুলো টিভিতে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুপার লিগের সবগুলো ম্যাচই দেখানো হবে টি-স্পোর্টস ও গাজী টিভিতে। এমন তথ্য জানিয়েছেন, বিসিবির ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। মঙ্গলবার তিনি বলেছেন, ‘অত্যন্ত আগ্রহের সঙ্গে জানাচ্ছি যে, বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগের সবগুলো ম্যাচ যৌথভাবে টিভিতে সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি। লিগ এরই মধ্যে বেশ কিছু উত্তেজানপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে। এছাড়া জাতীয় দলের তারকারাও খেলছে। তাই আমি আশা করছি, দর্শকরা ঘরে বসেই সুপার লিগের ম্যাচগুলো উপভোগ করতে পারবে।’ সুপার লিগের ম্যাচ শুরু হবে ১৯ জুন থেকে। এর পর বাকিগুলো হবে ২০, ২২, ২৩ ও ২৫ জুন। ৫দিনে মোট ১৫টি ম্যাচ হবে। এ প্রসঙ্গে কাজী ইনাম আহমেদ আরও বলেছেন, ‘প্রতিদিন তিনটি ম্যাচে খেলবে ৬টি দলই। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।’