অর্থ-বাণিজ্য ডেস্ক : সম্প্রতি বাংলাদেশে পার্টিকেল বোর্ড জগতে সুপারব্র্যান্ড খ্যাত একমাত্র ব্র্যান্ড তাদের সকল পরিবেশকদের ব্যবসায়িক সমৃদ্ধির জন্য ঘোষণা করল চমকপ্রদ নতুন অফার ‘সুপার বোর্ড সেইফ অ্যান্ড সেইভ’। পর্যটন নগরী কক্সবাজারে আয়োজিত সারা দেশ থেকে আগত সুপার বোর্ডের সকল পরিবেশক ও তাদের পরিবারের উপস্থিতিতে এই অফার ঘোষণা করা হয়। এক জাঁকজমক অনুষ্ঠানে সুপার বোর্ডের পরবর্তী অফার গেইন. গ্রো. গ্লো এর বিজয়ী পরিবেশকদের মধ্যে রিওয়ার্ড হস্তান্তর করা হয় এবং একইসঙ্গে নতুন অফার সেইফ অ্যান্ড সেইভ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টি.কে গ্রুপের পরিচালক মার্কেটিং মোহাম্মদ মোফাচ্ছেল হক। সভাপতিত্ব করেন সুপার বোর্ডের হেড অব বিজনেস মো. নুরুন নবী, আরও উপস্থিত ছিলেন টি.কে গ্রুপের এডভাইজার মাহফুজুর রহমান, চীফ এডমিনিস্ট্রেটিভ অফিসার (সি.এ.ও) আলমাস রাইসুল গনি প্রমুখ।