ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপের মঞ্চে আরো একবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আজ রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে সুপার ফোরের ম্যাচটি। এর আগে গ্রুপ পর্বের খেলায় হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজার সৌজন্যে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল ভারত। তবে সুপার ফোরের ম্যাচের আগে রোহিত শর্মার দলে দেখা দিয়েছে তিনটি দুশ্চিন্তা। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে তিনি দারুণ করেছিলেন। এখনো ফর্ম ফিরে পাননি দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ওপেনার লোকেশ রাহুল। প্রশ্ন উঠছে ভারতের বোলিং নিয়েও। পাকিস্তানের বিপক্ষে নামার আগে এই তিনটি বিষয় নিয়েই ভারতীয় শিবিরে আছে দুশ্চিন্তা। জাদেজার জায়গায় অক্ষর প্যাটেলকে দলে নেওয়া হয়েছে। রোববার পাকিস্তানের বিপক্ষে তার একাদশে থাকা মোটামুটি নিশ্চিত। কারণ তিনিও জাদেজার মতোই বাঁহাতি অলরাউন্ডার। বাবরদের বিপক্ষে রান তাড়া করার সময় জাদেজাকে চার নম্বরে নামিয়ে ফাটকা খেলেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই ফাটকা কাজে দিয়েছিল। কিন্তু অক্ষরকে নিয়েও কি সেই ফাটকা খেললে কাজে দেবে?
ভারতীয় দলের ব্যাটিং লাইন-আপ মূলত ডানহাতি-নির্ভর। বাঁহাতি ব্যাটার ঋষভ পন্থ পাকিস্তানের বিপক্ষে খেলেননি। হংকংয়ের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে হার্দিক ফিরবেন। তাহলে অক্ষরের বদলে কি পন্থকে নেওয়া হবে? সেটা হলে আবার একজন বোলার কমে যাবে। এ ছাড়া অক্ষরের জায়গায় দীপক হুডাকেও খেলানো হতে পারে। কারণ তিনি ব্যাট হাতে অনেক বেশি পারদর্শী। বোলিংটাও ভালোই করেন। ভারতের ব্যাটিং লাইন-আপের আরো একটি বড় সমস্যা ওপেনিং জুটি। লোকেশ রাহুল ও রোহিত শর্মা কেউই বড় রান পাননি। পাকিস্তান কম রান করায় আগের ম্যাচে বিশেষ সমস্যা হয়নি। কিন্তু আগামী ম্যাচে হতে পারে। তাই পাকিস্তানের বিপক্ষে বড় রান করতে হলে ভারতের টপ অর্ডারকে রানে ফিরতে হবে। তবেই মিডল অর্ডার সেই রানকে কাজে লাগিয়ে বড় রান করতে পারবে। ভারতের আরো একটি চিন্তার জায়গা পেস বোলিং। অর্শদীপ সিংহ ও আবেশ খান হংকংয়ের বিপক্ষে যা বল করেছেন তাতে খুশি নন রোহিত। তাই দুজনকে একসঙ্গে পাকিস্তানের বিপক্ষে নাও দেখা যেতে পারে। সে ক্ষেত্রে একজন পেসারের জায়গায় একজন স্পিনার নেওয়া হতে পারে। রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ স্পিনার আছেন। অন্যদিকে পাকিস্তান শিবিরেও আছে নানা দুশ্চিন্তা। অধিনায়ক বাবর আজম রান পাচ্ছেন না। মোহাম্মদ রিজওয়ান এবং ফখর জামান রান করলেও স্ট্রাইক রেট দুর্বল। ফলে মিডল অর্ডারের ওপর চাপ বাড়ছে। ভারতকে সেটাই কাজে লাগাতে হবে। পাকিস্তানের টপ অর্ডারকে আটকে রাখতে পারলে ম্যাচ অনেকটাই নিজেদের দখলে নিতে পারবে রোহিত শর্মার দল।
সুপার ফোরে পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় দলে তিন সমস্যা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ