বিনোদন ডেস্ক: যেন টপচার্টের শীর্ষে উঠে এলেন বব মার্লে! চুয়াল্লিশ বছর আগেই না ফেরার দেশে চলে গেছেন রেগে সংগীতের এই কিংবদন্তি। কিন্তু তার রেখে যাওয়া গান আর আদর্শ ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে, বাতাসের মতো। যেটার প্রমাণ গত কয়েক দিনের মার্কিন বক্স অফিসের চিত্র দেখলে আঁচ করা যায়। কারণ প্রেক্ষাগৃহে চলছে কালজয়ী শিল্পীর বায়োপিক ‘বব মার্লে: ওয়ান লাভ’।
গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ছবিটি। সে দিন থেকেই বক্স অফিসে দারুণ ব্যবসা করছে এটি। চমকপ্রদ ব্যাপার হলো, মার্ভেল কমিকসের সুপারহিরো ছবিকে টপকে আয়ের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে ‘বব মার্লে’। মার্কিন সাময়িকী ভ্যারাইটি থেকে জানা গেলো, গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় বাজারে ছবিটি বক্স অফিস কালেকশন ৭ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার। এর মাধ্যমে তিন দিনেই এর আয় ছাড়িয়ে গেছে ২৫ দশমিক ৩ মিলিয়ন ডলার। অন্যদিকে মার্ভেল স্টুডিওসের ছবি ‘ম্যাডাম ওয়েব’ তিন দিনে সংগ্রহ করেছে সাড়ে ১২ মিলিয়ন মার্কিন ডলার। শুক্রবারে (১৬ ফেব্রুয়ারি) এর আয় ছিল ৪ দশমিক ৩ মিলিয়ন ডলার। এস. জে. ক্লার্কসন নির্মিত ছবিটির মুখ্য ভূমিকায় আছেন ডাকোটা জনসন।
আমৃত্যু শান্তি আর ভালোবাসার বাণী ছড়িয়ে দিয়েছিলেন বব মার্লে। তাই ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে তার জীবনের ওপর নির্মিত ছবি। যদিও সিনেমা হিসেবে এটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে প্রথম দিনই ১৪ মিলিয়ন ডলারের চমকপ্রদ কালেকশন করে এটি। বোঝাই যাচ্ছে, দর্শক ছবিটি নিয়ে কতখানি উচ্ছ্বসিত। তবে ৭০ মিলিয়ন ডলারের লগ্নি তুলে লাভের ঘরে ঢুকতে হলে আগামী এক সপ্তাহ ছবিটির আয়ের গতি রাখতে হবে বলে মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে, ছয় দিনের লম্বা উইকেন্ড শেষে ‘বব মার্লে’র আয় ৪০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। উল্লেখ্য, ‘বব মার্লে: ওয়ান লাভ’ নির্মাণ করেছেন রেইনাল্ডো মার্কাস গ্রিন। এতে মার্লের ভূমিকায় অভিনয় করেছেন কিংসলে বেন-আদির। এছাড়াও আছেন লাশানা লিঞ্চ, জেমস নর্টন প্রমুখ। ছবিটি পরিবেশনা করছে প্যারামাউন্ট পিকচারস।