বিনোদন ডেস্ক : সোশাল মিডিয়া থেকে চারদিন দূরে থাকার পর ‘নিকাম্মা’ সিনেমার প্রচারে ‘সুপারওম্যান’ বেশে ফিরলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সোমবার ‘সুপারওম্যান’ রূপে একটি মোশন ভিডিও পোস্ট করে ইন্সটাগ্রাম ও টুইটাকে শিল্পা জানান, মঙ্গলবার সকালে সিনেমার ট্রেইলার প্রকাশ করা হবে। ১৭ জুন সিনেমা হলে মুক্তি পাবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এর আগে গত বৃহস্পতিবার ইন্সটাগ্রাম ও টুইটার থেকে বিদায় বিদায় নেওয়ার কথা জানিয়েছিলেন শিল্পা; তার চারদিন পর ফিরলেন তিনি। ‘নিকাম্মা’ সিনেমায় অবনি নামে এক চরিত্রে অভিনয় করেছেন শিল্পা; এটি পরিচালনা করেছেন সাব্বির খান। শিল্পা শেঠি ছাড়াও অভিমন্যু দাসানিসহ আরও অনেকে অভিনয় করেছন। শিল্পা শেঠি বর্তমানে রোহিত শেঠির নতুন ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’র শুটিং নিয়ে ব্যস্ত। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘হাঙ্গামা-২’ সিনেমায়। তবে টিভি রিয়েলিটি শো তে সবসময়ই সক্রিয় ছিলেন তিনি। গত বছর স্বামী রাজ কুন্দ্রা মামলায় জড়িয়ে গ্রেপ্তার হওয়ার পর ঝড় গিয়েছিল শিল্পার উপর, তবে তা সামলে উঠেছেন তিনি।