নিজস্ব প্রতিবেদক : অবৈধ উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মালিকানা অর্জনের অভিযোগে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এর সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুশতাক আহমেদসহ চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
গতকাল সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক মো. আলী আকবর। বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন দুদকের উপপরিচাললক (জনংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।
মামলার বিবরণীতে থেকে জানা যায়, সুন্দরবন গ্যাস কোম্পানির সাবেক ভারপ্রাপ্ত এমডি (বর্তমান অবসরপ্রাপ্ত) জ্ঞাত আয় বহির্ভূত অর্থের দ্বারা দুই কোটি ১৩ লাখ ৭ হাজার ২৫৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। মামলার বিবরণী থেকে আরও জানা যায়, তিনি তার দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মোট ৫৪ লাখ ৬০ হাজার ৬৬৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করেছেন। দাখিলকৃত সম্পদ বিবরণীতে জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত অর্থের উৎস ও খাতের মিথ্যা বিবরণী দাখিল করেন। এর আগে তারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ৩১ মার্চ মুশতাক আহমেদসহ চারজনের সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশ দেয় দুদক। ওই নোটিশের প্রেক্ষিতে সুন্দরবন গ্যাসের এই সাবেক এমডি নিজের সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান করেন। জ্ঞাত আয় বর্হিভূত সম্পদত অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে দুদক তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ওমানিলন্ডারিং প্রতিরোধে আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ এনে মামলা করে।
সুন্দরবন গ্যাসের সাবেক ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে দুদকের মামলা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ