ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

সুন্দরবনের কদমতলা স্টেশনে ঘুষ নিয়ে মাছ-কাঁকড়া ধরা হচ্ছে

  • আপডেট সময় : ০৮:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

সুন্দরবনের কদমতলা স্টেশনে ঘুষ নিয়ে মাছ-কাঁকড়া ধরা হচ্ছে- ছবি আজকের প্রত্যাশা

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি: চুক্তির মাধ্যমে ঘুষ নিয়ে তারা অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরার সুযোগ করে দেয়। জেলেদের কাছে অঘোষিত ইজারা দেয় বনের নিষিদ্ধ ও অভয়ারণ্য নদী-খাল। বন বিভাগের কর্মী ছাড়াও এই চক্রে রয়েছেন দালাল ও দাদন দেওয়া মাছ ব্যবসায়ী আর স্থানীয় প্রভাবশালী কিছু মহল।

ইউসুফ আলী শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের হরিনগর এলাকার বাসিন্দা। বন বিভাগের সঙ্গে চুক্তির মাধ্যমে (ঘুষ দিয়ে) সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় জেলেদের মাছ-কাঁকড়া ধরার জন্য যেসব কথিত দালাল (মহাজন) সমঝোতা করে দেন, ইউসুফ তাদেরই একজন।

এ প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, গত ১৬ তারিখ বনবিভাগের কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে আমার চারটি কাঁকড়ার নৌকাসহ জেলেরা বনে প্রবেশ করে। এর আগে বেশি কাঁকড়া পাওয়ার আশায় সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার জন্য কদমতলা স্টেশনের ক্যাশিয়ার তপন কুমারের মাধ্যমে প্রতি নৌকা ২ হাজার টাকা করে চুক্তি করেন। তিনি আরো বলেন, অভয়ারণ্যে নৌকা পাঠানোর জন্য কদমতলা স্টেশনের ক্যাশিয়ার তপন কুমার স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদের বরাত দিয়ে নিজের ফোন দিয়ে তালিকা চেয়ে নেন।

এরপর সুন্দরবনের অভয়ারণ্য নোটাবেকির খাজুরদানা খালে কাঁকড়া আহরণ করা অবস্থায় চুক্তি ভঙ্গ করে কদমতলা স্টেশনের স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদসহ বন বিভাগের কর্মীরা ওই চারটি নৌকার মধ্যে একটি নৌকা জব্দ করে। এসময় নৌকায় থাকা জেলেরা পালিয়ে যায়।

আটক নৌকার মহাজন ইউসুফ আলী অভিযোগ করে বলেন, চুক্তি করলো আবার নৌকাও ধরলো- এটা কেমন কথা?

তিনি বলেন, সমঝোতা না হলে আমরা নৌকা অভয়ারণ্যে পাঠাতামই না। টাকা নেওয়ার পর নৌকা ধরার মানে হচ্ছে সরাসরি হয়রানি।

ইউসুফ আলী ও আকবর হোসেনসহ কয়েকজন জেলে মহাজন দাবি করেন, তাদেরসহ বুড়িগোয়ালিনীর হোসেন, জামাল, মুন্সীগঞ্জের আব্দুল্লাহ, রফিকুল ইসলাম (চাল রফিকুল), মীরগাঙের আব্দুল্লাহ, তালেব, রহিম, শহিদুল, কৈখালীর বুলবুল, বারী, রমজাননগর সোরার মহসিন, টেংরাখালীর কাদের, পার্শ্বেখালীর কামরুল (চাল কামরুল)সহ কয়েকটি শক্তিশালী চক্র বন বিভাগের অসাধু কর্মকর্তাদের সঙ্গে চুক্তির মাধ্যমে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরতে নৌকাসহ জেলে পাঠায়।

জব্দ করা নৌকার জেলেদের পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, তারা বন বিভাগের শর্ত মেনেই কাঁকড়া ধরতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ নৌকা আটক করায় তাদের আর্থিক ক্ষতি হয়েছে, পাশাপাশি পালিয়ে যাওয়া স্বজনদের এখনো কোনো খোঁজ না মেলায় দুশ্চিন্তায় পড়েছেন পরিবার-পরিজন।

তবে বন বিভাগের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ-কাঁকড়া শিকার বন্ধে বন বিভাগের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধারার দায়ে এরই মধ্যে বেশ কয়েকজন জেলেকে আটকও করা হয়েছে।

চুক্তির বিষয়টি অস্বীকার করে কদমতলা স্টেশনের ফরেস্টের তপন কুমার আজকের প্রত্যাশাকে বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। তবে চুক্তির প্রমাণ ও কথোপকথনের ফোন রেকর্ড রয়েছে জানানো হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি না হয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর থেকে তার নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরেননি।

এ বিষয়ে কদমতলা স্টেশনের স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ আজকের প্রত্যাশাকে বলেন, এ বিষয়ে আমি খোঁজ নিয়ে আপনাকে পরবর্তীতে জানাবো।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ভারপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক ফজলুল হক আজকের প্রত্যাশাকে বলেন, সাধারণ জেলে হোক বা প্রভাবশালী, বনের আইন সবার জন্য সমান। অভয়ারণ্যে প্রবেশ বা বনে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হয় না।

তিনি আরো বলেন, কোনো বনকর্মীর বিরুদ্ধে টাকা নিয়ে মাছ-কাঁকড়া শিকারের সুযোগ করে দেওয়ার অভিযোগ থাকলে জেলেরা সরাসরি আমাদের জানাক। তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবো।

সানা/ওআ/আপ্র/২০/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমিকম্প নিয়ে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার অনুরোধ প্রধান উপদেষ্টার

সুন্দরবনের কদমতলা স্টেশনে ঘুষ নিয়ে মাছ-কাঁকড়া ধরা হচ্ছে

আপডেট সময় : ০৮:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি: চুক্তির মাধ্যমে ঘুষ নিয়ে তারা অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরার সুযোগ করে দেয়। জেলেদের কাছে অঘোষিত ইজারা দেয় বনের নিষিদ্ধ ও অভয়ারণ্য নদী-খাল। বন বিভাগের কর্মী ছাড়াও এই চক্রে রয়েছেন দালাল ও দাদন দেওয়া মাছ ব্যবসায়ী আর স্থানীয় প্রভাবশালী কিছু মহল।

ইউসুফ আলী শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের হরিনগর এলাকার বাসিন্দা। বন বিভাগের সঙ্গে চুক্তির মাধ্যমে (ঘুষ দিয়ে) সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় জেলেদের মাছ-কাঁকড়া ধরার জন্য যেসব কথিত দালাল (মহাজন) সমঝোতা করে দেন, ইউসুফ তাদেরই একজন।

এ প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, গত ১৬ তারিখ বনবিভাগের কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে আমার চারটি কাঁকড়ার নৌকাসহ জেলেরা বনে প্রবেশ করে। এর আগে বেশি কাঁকড়া পাওয়ার আশায় সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার জন্য কদমতলা স্টেশনের ক্যাশিয়ার তপন কুমারের মাধ্যমে প্রতি নৌকা ২ হাজার টাকা করে চুক্তি করেন। তিনি আরো বলেন, অভয়ারণ্যে নৌকা পাঠানোর জন্য কদমতলা স্টেশনের ক্যাশিয়ার তপন কুমার স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদের বরাত দিয়ে নিজের ফোন দিয়ে তালিকা চেয়ে নেন।

এরপর সুন্দরবনের অভয়ারণ্য নোটাবেকির খাজুরদানা খালে কাঁকড়া আহরণ করা অবস্থায় চুক্তি ভঙ্গ করে কদমতলা স্টেশনের স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদসহ বন বিভাগের কর্মীরা ওই চারটি নৌকার মধ্যে একটি নৌকা জব্দ করে। এসময় নৌকায় থাকা জেলেরা পালিয়ে যায়।

আটক নৌকার মহাজন ইউসুফ আলী অভিযোগ করে বলেন, চুক্তি করলো আবার নৌকাও ধরলো- এটা কেমন কথা?

তিনি বলেন, সমঝোতা না হলে আমরা নৌকা অভয়ারণ্যে পাঠাতামই না। টাকা নেওয়ার পর নৌকা ধরার মানে হচ্ছে সরাসরি হয়রানি।

ইউসুফ আলী ও আকবর হোসেনসহ কয়েকজন জেলে মহাজন দাবি করেন, তাদেরসহ বুড়িগোয়ালিনীর হোসেন, জামাল, মুন্সীগঞ্জের আব্দুল্লাহ, রফিকুল ইসলাম (চাল রফিকুল), মীরগাঙের আব্দুল্লাহ, তালেব, রহিম, শহিদুল, কৈখালীর বুলবুল, বারী, রমজাননগর সোরার মহসিন, টেংরাখালীর কাদের, পার্শ্বেখালীর কামরুল (চাল কামরুল)সহ কয়েকটি শক্তিশালী চক্র বন বিভাগের অসাধু কর্মকর্তাদের সঙ্গে চুক্তির মাধ্যমে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরতে নৌকাসহ জেলে পাঠায়।

জব্দ করা নৌকার জেলেদের পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, তারা বন বিভাগের শর্ত মেনেই কাঁকড়া ধরতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ নৌকা আটক করায় তাদের আর্থিক ক্ষতি হয়েছে, পাশাপাশি পালিয়ে যাওয়া স্বজনদের এখনো কোনো খোঁজ না মেলায় দুশ্চিন্তায় পড়েছেন পরিবার-পরিজন।

তবে বন বিভাগের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ-কাঁকড়া শিকার বন্ধে বন বিভাগের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধারার দায়ে এরই মধ্যে বেশ কয়েকজন জেলেকে আটকও করা হয়েছে।

চুক্তির বিষয়টি অস্বীকার করে কদমতলা স্টেশনের ফরেস্টের তপন কুমার আজকের প্রত্যাশাকে বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। তবে চুক্তির প্রমাণ ও কথোপকথনের ফোন রেকর্ড রয়েছে জানানো হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি না হয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর থেকে তার নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরেননি।

এ বিষয়ে কদমতলা স্টেশনের স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ আজকের প্রত্যাশাকে বলেন, এ বিষয়ে আমি খোঁজ নিয়ে আপনাকে পরবর্তীতে জানাবো।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ভারপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক ফজলুল হক আজকের প্রত্যাশাকে বলেন, সাধারণ জেলে হোক বা প্রভাবশালী, বনের আইন সবার জন্য সমান। অভয়ারণ্যে প্রবেশ বা বনে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হয় না।

তিনি আরো বলেন, কোনো বনকর্মীর বিরুদ্ধে টাকা নিয়ে মাছ-কাঁকড়া শিকারের সুযোগ করে দেওয়ার অভিযোগ থাকলে জেলেরা সরাসরি আমাদের জানাক। তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবো।

সানা/ওআ/আপ্র/২০/১১/২০২৫