সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে গত কয়েকদিনে জেঁকে বসেছে শীত। আর এই শীত থেকে বাঁচতে লোকজন ছুটছে গরম কাপড়ের দোকানে। শহরের ফুটপাতের অস্থায়ী দোকান থেকে শুরু করে বিভিন্ন বিপণীবিতান ও বাণিজ্য মেলায় শীতের কাপড়ের বেচা-কেনা বেড়েছে। এই শীত মৌসুমে শুধু শীতের কাপড় বিক্রি করে ৯ কোটি টাকা আয়ের আশা করছেন ব্যবসায়ীরা। জানা যায়, হাওরের জেলা সুনামগঞ্জে দিন দিন শীতের প্রকোপ বাড়ছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পুরোনো গরম কাপড়ের বিক্রি। শহরের বিভিন্ন জায়গায় রাস্তার পাশে অস্থায়ী পুরোনো কাপড়ের দোকানগুলোতে সারাদিন ক্রেতাদের ভিড় লেগেই থাকে। কম দামে ভালো মানের গরম কাপড় মেলায় এসব দোকানে বেচাকেনাও ভালো হয়। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার চকবাজার গ্রামের বাসিন্দা আব্দুল ছাত্তার। শহরের আলফাত স্কয়ার পয়েন্টে বসা ফুটপাতের দোকান থেকে দুই ছেলে ও নিজের জন্য শীতের কাপড় কিনেছেন তিনি। আব্দুল ছাত্তার জানান, দিন দিন শীত বাড়ছে। তাই কমদামে ফুটপাতের দোকান থেকে তিনটি শীতের কাপড় ৮০০ টাকা দিয়ে কিনলাম। শুধু আব্দুস ছাত্তার নয়, শীত থেকে বাঁচতে হাওর অঞ্চলের মানুষজন ছুটছেন গরম কাপড়ের খোঁজে। ফলে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন পয়েন্টে ফুটপাতে শীতের কাপড়ের দোকানে বেচাকেনা জমে উঠেছে। নি¤œ আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও শীত নিবারণের জন্য এসব দোকানে ভিড় করছেন। এদিকে শহরের নতুন কোর্ট পয়েন্ট, আলফাত স্কয়ার পয়েন্টসহ মোট ৬টি পয়েন্টের ফুটপাতে প্রায় শতাধিক শীতের কাপড়ের দোকান নিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
এসব দোকানে সব বয়সের ছেলে-মেয়ে থেকে শুরু করে বয়স্কদের বাহারি শার্ট, হাফ-ফুল সোয়েটার, জ্যাকেট, মাফলার, টুপিসহ উলের গরম কাপড় বিক্রির ধুম লেগেছে। সর্বনি¤œ ৩০ টাকা থেকে সবোর্চ্চ ৪০০ টাকায় মিলছে এসব শীতের পোশাক। ব্যবসায়ীরা জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে ফুটপাতের দোকানগুলোতে শীতের কাপড়ের বেচাকেনাও বাড়বে। শুধু এই শীত মৌসুমকে ঘিরে সুনামগঞ্জের ফুটপাতে বসা প্রায় শতাধিক ব্যবসায়ী ৩ কোটি টাকার শীতের কাপড় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। এদিকে অন্য বছরে তুলনায় এ বছর সুনামগঞ্জের বিপণী-বিতানগুলোতেও জমে উঠেছে শীতবস্ত্র কেনা-কাটা। বিশেষ করে এই শীতে ক্রেতাদের নজর কাড়ছে জ্যাকেট, সোয়েটার, চাদর। পাশাপাশি বাচ্চাদের জন্যও বাহারি সব শীতের পোশাক বাজারে দেখা যাচ্ছে। নারী, পুরুষ ও বাচ্চাদের শীতের পোশাকের মান ও আকারভেদে দাম ২০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, অন্য বছরের চেয়ে এবছর শীতের কাপড়ের বাজার জমে উঠেছে এবং দামও অনেক কম। চলতি শীত মৌসুমে এসব বিপণী বিতান থেকে প্রায় ৫ কোটি টাকার শীতের কাপড় বিক্রির আশা রয়েছে ব্যবসায়ীদের। অপরদিকে সুনামগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলা জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই মেলায় দর্শনার্থীদের ঢল নামে। তবে মেলায় অন্যসব পণ্যের চেয়ে এখন শীতের কাপড়ের প্রতি ক্রেতার আগ্রহ বেশি। বিশেষ করে দোকানে দোকানে সাজানো কাশ্মীরি শাল, চাদর, জ্যাকেট, স্যুট, ব্লেজারগুলোর স্টলে ক্রেতার আনাগোনা আগের তুলনায় বেড়ে গেছে।
সুনামগঞ্জে জেঁকে বসেছে শীত
ট্যাগস :
সুনামগঞ্জে জেঁকে বসেছে শীত
জনপ্রিয় সংবাদ

























